চলমান টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে রবিবার (১২ মে) মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
এই সিরিজের ম্যাচগুলো তিনটি ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে। সিরিজের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি সন্ধ্যা ৬ টায় আয়োজিত হয়েছে। আর তৃতীয় ম্যাচটি বিকাল ৩ টায় এবং শেষ ম্যাচটি সকাল ১০টায় শুরু হবে।
ম্যাচগুলো তিনটি ভিন্ন সময়ে অনুষ্ঠিত হওয়ার পেছনে কারণও রয়েছে। আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলোও ভিন্ন ভিন্ন সময়ে আয়োজিত হবে। আর সে চিন্তা থেকে এই সিরিজের ম্যাচগুলো ভিন্ন ভিন্ন সময়ে আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলো ৩টি ভিন্ন সময়ে আয়োজন করা হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যাচের টাইমিংও এমন ভিন্ন ভিন্ন। কোনো ম্যাচ সকালে, কোনোটি সন্ধ্যায় আবার কোনোটি বিকেলে। এজন্যই এই সিরিজের তিনটি ম্যাচ হয়েছে সন্ধ্যা ৬টায়, একটি বিকেল ৩টায় এবং শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।’
আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন। আসরের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আগামীকাল
ক্রিফোস্পোর্টস/১১মে২৪/বিটি