বাতাসে ভাসছিল গুঞ্জন, অবশেষে তাই সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার কাইরন পোলার্ডকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টিম ইংল্যান্ড।
‘টাকার জন্য খেলে’ তকমা দিয়ে যে ক্যারিবিয়ান ক্রিকেটারদের নিয়ে ঠাট্টা করতো ইংলিশরা, তাদের ক্রিকেটারকেই এবার কেন কোচ করল থ্রি লায়ন্সরা? প্রশ্ন থাকলে উত্তর—সবাই আচ করতে পেরেছেন। সামনের বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বৈশ্বিক আসরটি সামনে রেখে এই ক্যারিবিয়ানকে কোচিং প্যানেলে যুক্ত করেছে ইংলিশ শিবির।
তবে পোলার্ড কতদিন—ইংলিশদের উস্তাদ হয়ে থাকবেন তা সমই বলে দেবে। আপাতত ইংলিশদের ভাবনা সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও নাস্তানাবুদ না হওয়া। আর এ ক্ষেত্রে টি-টোয়েন্টির জায়ান্ট খ্যাত উইন্ডিজরাই সঠিক; তা আগেভাগে বুঝতে ভুল করেনি ব্রিটিশরা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কাইরন পোলার্ডকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি চাইছেন না ভারত বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে। আর সে কারণেই কন্ডিশনে অভিজ্ঞ লোকটিকেই বেছে নিয়েছে ইংল্যান্ড। এছাড়া বিশ্বকাপের পরও ক্যারিবীয় দীপপুঞ্জে জশ বাটলারদের ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিয়েছে টি-টোয়েন্টির অনেক গড ফাদার রয়েছে তাদের ডেড়ায়।
এদিকে বিশ্ব ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অল-রাউন্ডার ক্রিকেটার কাইরন আদ্রিয়ান পোলার্ড।
আরও পড়ুন: দীর্ঘ ৮ বছর পর আইপিএলে ফেরার অনুভূতি জানালেন মিচেল স্টার্ক
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৩/এসএ