Connect with us
ফুটবল

যে কারণে বিশ্বকাপ ট্রফি নিয়ে পিএসজিতে আসতে পারেননি মেসি

Messi trophy celebration & PSG president khelaifi
মেসির ট্রফি উদযাপন এবং পিএসজি সভাপতি খেলাইফি- সংগৃহীত

মেসির ফুটবল ক্যারিয়ারে ২০২২ সালটা লেখা থাকবে স্বর্ণালী অক্ষরে। আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বসেরার ট্রফি জেতানোতে মেসির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে শিরোপা উদযাপন করতে দেখা গিয়েছে মেসিকে। তবে নিজের তৎকালীন ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এর মাঠে বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে প্রবেশের অনুমতি পাননি তিনি। এবার সেই বিষয়ে মুখ খুললেন পিএসজির সভাপতি আল খেলাইফি।

বিশ্বকাপ জয়ের পর পেরিয়ে গেছে এক বছরেরও অধিক সময়। বর্তমানে ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন বরপুত্র লিওনেল মেসি। সেখানেও দেখিয়ে যাচ্ছেন নিজের ঝলক। ২০২৩ সালে জিতেছেন নিজের অষ্টম ব্যালন ডি’অর। প্রথমবারের মতো শিরোপা জিতিয়েছেন ইন্টার মায়ামিকে।

পিএসজিতে থাকাকালীন সময়েও ক্লাবকে এনে দিয়েছেন নানা সাফল্য। বিশ্বকাপ জয়ের পর ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নিতে নিজ ক্লাব পিএসজির মাঠে ট্রফি নিয়ে ঘুরতে চেয়েছিলেন মেসি। তবে পিএসসির মাঠে শিরোপা উঠিয়ে ধরার অনুমতি দেওয়া হয়নি তাকে। দীর্ঘদিন পর হলেও এবার নিশ্চিত কারণ জানা গেল বিষয়টির।

পিএসজি মূলত ফরাসি ক্লাব। অপরদিকে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। ফ্রান্সের সেই দলে ছিল কিলিয়ান এমবাপ্পে। তিনি ফ্রান্সের পাশাপাশি পিএসজির একজন অন্যতম তারকা ফুটবলার। বিশ্বকাপ হারের পর ফ্রান্সের সেই ফুটবলারদের সামনেই শিরোপা উদযাপন করলে তারা ব্যথিত হতে পারেন, এমন ভেবেই মেসিকে অনুমতি দেওয়া হয়নি।

পিএসজি সভাপতি আল খেলাইফি এই বিষয়ে বলেন, ‘মেসি ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ জিতেছিল। সেই দেশের ক্লাবেই মেসির সাথে খেলছেন এমবাপ্পে। আমরা চাইনি গোটা মাঠ মেসির বিপক্ষে চলে যাক। আমরা ফরাসি ক্লাব। সেখানকার মানুষের আবেগকেও সম্মান করতে হবে। এসব কথা চিন্তা করে মেসিকে শিরোপা নিয়ে মাঠে আসার অনুমতি দেওয়া হয়নি।’

আরও পড়ুন: ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে রিয়াল মাদ্রিদ

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল