Connect with us
ফুটবল

যে কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে থাকছেন না নেইমার

Neymar in Brazil Jersey
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

চলতি বছরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের আরো দুই ম্যাচ খেলবে ব্রাজিল। সেলেসাওদের এই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে গতকাল ঘোষণা করা হয়েছে ২৩ সদস্যের দল। যেখানে জায়গা পাননি সদ্য চোট কাটিয়ে ফেরা নেইমার জুনিয়র এবং দলের তরুণ তারকা এন্দ্রিকের।

এদিকে নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুই ম্যাচে পেরু এবং চিলিকে হারিয়ে কিছুটা স্বস্তিতে ফিরেছে ব্রাজিল। তবুও নিজেদের অবস্থান শক্ত করতে আগামী দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ সেলেসাওদের জন্য। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম তারকা ফুটবলার নেইমারকে পাওয়া যাবে না।

মূলত চোট কাটিয়ে মাঠে ফিরলেও ব্রাজিলের হাই ইন্টেন্স ম্যাচে এখনই নেইমারকে খেলাতে চান না দলের কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলের হয়ে নেইমারকে মাঠে নামানোর আগে সময় নিতে চান আরো কিছুটা। এদিকে এন্দ্রিকের সাম্প্রতিক জাতীয় দল ও ক্লাবের পারফরমেন্স খুব একটা সন্তোষজনক না হওয়াও রাখা হয়নি দলে।

Neymar junior returns

সম্প্রতি আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন নেইমার।

নেইমারকে দলে না রাখা প্রসঙ্গে দরিভাল বলেছেন, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু নজরে রাখছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী।’

নেইমারের দলে না থাকার কারণ উল্লেখ করে তিনি বলেছেন, ‘সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে খুব কম মিনিটই পেয়েছে সে। এটা তার দলে না থাকার বড় একটা কারণ। পরেরবার আমরা তাকে দলে ফেরাতে প্রস্তুত থাকবো এবং আশা করি সেও প্রস্তুত থাকবে।’

আরও পড়ুন:

» সাকিবকে নিয়ে বিসিবির পরিকল্পনা জানালেন বাশার

» তবে কি ওয়ানডে দলে জায়গা না পেয়ে হতাশ তাইজুল?

দরিভাল যোগ করেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে যদি মাঠে কিংবা বেঞ্চে থাকে, তবে তার প্রতি আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয় আমাদের সতর্ক থাকতে হবে।’

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরবর্তী ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। দলে ডাক পাওয়া সদস্যরা আগামী ১১ নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে অনুশীলনে নামবেন।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল