Connect with us
ফুটবল

যে কারণে ভুটানের ক্লাবের হয়ে খেলা হলো না সাবিনার!

crifo Sabina
যে কারণে ভুটানের ক্লাবের হয়ে খেলা হলো না সাবিনার!

এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে ভূটানে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ দলের চার ফুটবলার- সাবিনা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। খেলার কথা ছিলো ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজের হয়ে। গতকাল সন্ধ্যায় ইরানের বাম খাতুন ফুটবল ক্লাবের বিপক্ষে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচও খেলেছে দলটি। তবে এই ম্যাচে খেলা হয়নি বাংলাদেশ অধিনায়ক সাবিনার।

জানা গেছে রেজিস্ট্রেশন জটিলতায় তাকে খেলাতে পারেনি ক্লাবটি। মূলত ছাড়পত্র না পাওয়ার কারণে খেলতে পারেননি বাংলাদেশি অধিনায়ক। তবে খেলেছেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। কারণ তারা তিনজন এর আগে কখনো বাইরে আন্তর্জাতিক লিগে খেলেননি। ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে ছাড়পত্রের দরকার পড়েনি।

সাবিনা সবশেষ ভারতের লিগে কিকস্টার্টের হয়ে খেলেছিলেন। যার কারণে তার দরকার ছিলো ভারতীয় ক্লাব থেকে অনাপত্তিপত্র। কিন্তু ভূটানের ক্লাবটি সে বিষয়ে অবগত ছিল না। রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল ১৫ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনাপত্তিপত্র এনে রেজিস্ট্রেশন করাতে পারেনি। এর আগে কখনোই বিদেশি ফুটবলার না আনায় এই বিষয়ে জানত না ভুটানের ক্লাবটি।

আরও পড়ুন:

» শান্তর বিশ্বাস, পাকিস্তানে দ্বিতীয় টেস্টও জিতবে বাংলাদেশ

» অধিনায়কত্বে বদল এনে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

ম্যাচ খেলতে না পারার বিষয়ে গণমাধ্যমকে সাবিনা বলেন, রেজিস্ট্রেশনের বিষয়টি তো ক্লাব দেখাশোনা করে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন হয়নি বলেই আজ খেলতে পারিনি। পরের ম্যাচে যাতে খেলতে পারি সেটা নিয়ে কাজ করছে। তবে সম্ভব হবে বলে মনে হয় না। এখন কিছু করার নেই। ওরা এবারই প্রথম বিদেশি খেলোয়াড় নিয়েছে। খুব বেশি জানাশোনা নেই। এ নিয়ে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে।

সময় পেরিয়ে যাওয়ায় এখন সাবিনার জন্য প্রকৃত অর্থে দ্বিতীয় ম্যাচেও খেলা হবে না যা প্রায় নিশ্চিত। ২৮ আগস্ট তাদের প্রতিপক্ষ হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। রয়েল থিম্পু কলেজ সাবিনার রেজিস্ট্রেশনের কাজ চলমান রাখলেও সেটা কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি তাই ভূটানে মাঠে নামবেন কি না এ নিয়েও রয়েছে সংশয়।

মাঠের বাইরে থেকেই সাবিনাকে দলের হার দেখতে হয়েছে, টুর্নামেন্টের বাছাইয়ের প্রথম ম্যাচেই বাম খাতুন ফুটবল ক্লাবের কাছে ২-১ গোলে হেরেছে রয়েল থিম্পু কলেজ। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি এসেছে বাংলাদেশের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার পা থেকে।

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল