Connect with us
ক্রিকেট

যে কারণে জিতেও সন্তুষ্ট নন শান্ত

Najmul Hossain Shanto vs Afghanistan
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে শান্তর ব্যাট থেকে। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে বেশ সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে ব্যাটারদের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন শান্তরা এবং কথাও রেখেছে দলটি। সিরিজ বাঁচানোর ম্যাচে ৬৮ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। তবে এই জয়েও সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শনিবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। শারজায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ। জবাবে ৪৩.৩ ওভারে ১৮৪ রান তুলে গুটিয়ে যায় আফগানিস্তান। এতে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

ম্যাচশেষে শান্ত জানান নিজের অসন্তুষ্টির কথা। মূলত ইনিংস আরো বড় করতে না পারায় খুশি নন এই ব্যাটার। প্রথম ওয়ানডেতে৩ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে এসে দেখা পেয়েছেন ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরির। তবে এই ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তর করার সুযোগ ছিল শান্তর। তবে ৭৬ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি ব্যাটার। তবে যেভাবে শুরু করেছিলেন তাতে সন্তুষ্ট বাংলাদেশ কাপ্তান।

Shanto_MOTM

ম্যাচসেরার পুরস্কার হাতে শান্ত। ছবি- সংগৃহীত  

আরও পড়ুন:

» আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

» শ্রীলঙ্কার কাছে হারল ভারতে ইতিহাস গড়া নিউজিল্যান্ড 

দায়িত্বশীল ইনিংসের পর শান্ত পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, ‘আমার আরও কিছুক্ষণ মাঠে থাকা দরকার ছিল। তবে উইকেট কঠিন ছিল, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। তবে আমি যেভাবে শুরুটা পেয়েছি তাতে সন্তুষ্ট। আর নাসুম আর মিরাজ দুর্দান্ত বোলিং করেছে। তাদের কৃতিত্ব দিতেই হয়।’

এদিন স্টাম্পের পেছনে একাধিক সুযোগ মিস করেছেন অভিষিক্ত জাকের আলি অনিক। তবে অন্যান্য ক্ষেত্রে দুর্দান্ত ছিল বাংলাদেশে। ফিল্ডিংয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছেন তারা। এ নিয়ে সন্তুষ্ট শান্ত, ‘আমি ফিল্ডারদের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশা করেছিলাম। এ ম্যাচে তারা সেটাই করে দেখিয়েছে। এতে আমি বেশ খুশি।’

আগামী সোমবার (১১ নভেম্বর) সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। শারজায় শেষ ম্যাচটি জিতে নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট