সরাসরি বিদেশি সাইনিংয়ে আগামী আসরের জন্য বড় চমক দেখালো বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সরাসরি সাইনিংয়ে এবার তাঁরা দলে ভেড়ালো আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি কে। আগের মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলা নবি এবার পাড়ি জমালো নতুন ঠিকানায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্রাঞ্চাইজি দেশি ক্রিকেটারদের মধ্যে একজনকে সরাসরি সাইনিংয়ে দলে ভেড়াতে পারবে এবং সর্বোচ্চ দুই জন খেলোয়াড়কে রিটেইন করতে পারবে। এই সুযোগে ফরচুন বরিশাল সরাসরি দলে টেনেছে তাওহীদ হৃদয়কে এবং রিটেইন করেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এবারের আসরেও ফরচুন বরিশালকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল।
বিপিএলের নিয়মের কারণে বরিশালকে ছাড়তে হয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিন কে। ইতোমধ্যেই মিরাজ খুলনা এবং সাইফুদ্দিন রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন। যদিও মাহমুদউল্লাহ এখনও কোনো দল পাননি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত আগামীকাল ( ১৪ অক্টোবর)। ড্রাফট থেকে বড় বড় নামের ক্রিকেটারদের দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে ফ্রাঞ্চাইজিদের।
আরো পড়ুন : আফ্রিকা সিরিজে সাকিব কি খেলতে পারবেন? যা বললেন আসিফ
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৪/এসআর