![Allah Ghazanfar against Bangladesh (1)](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Allah-Ghazanfar-against-Bangladesh-1.jpg.webp)
গেল নভেম্বরে শারজাহতে খেলা আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ সহজে ভুলতে পারবে না বাংলাদেশ। যেখানে জয়ের পথে এগোতে থাকা টাইগারদের ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল তারা। আর সেই ম্যাচে বাংলাদেশকে একাই কাঁদিয়েছিলেন তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।
২৬ রান খরচায় সেদিন এই বোলার একাই তুলে নেন বাংলাদেশের ৬ উইকেট। তার বোলিং জাদুতেই ২ উইকেট হারিয়ে ১২০ রানে থাকা টাইগাররা গুটিয়ে যায় ১৪৩ রানের মধ্যেই। ২৩৬ রানের সেই লক্ষ্য আর তাড়া করা হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত সিরিজ হারতে হয় ২-১ ব্যবধানে।
তবে এবার সেই মিস্ট্রি স্পিনারকে দলে পাচ্ছে না আফগানিস্তান। মেরুদণ্ডের চার নম্বর ভার্টিব্রার বামপাশের অংশে আঘাত পেয়েছেন এই স্পিনার। ফলে অন্তত ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আজ বুধবার সকালে নিজেদের এক্স-হ্যান্ডেলের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তদের সম্ভাবনার কথা জানালেন পন্টিং
» একাধিক তারকার পর এবার অধিনায়কও হারালো অস্ট্রেলিয়া
দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে জিম্বাবুয়ে সিরিজেই ইনজুরিতে পড়েছিলেন গাজানফার। অবশ্য এরপর তিনি খেলেছেন আইএল টি-২০ আসরে। এরপরেই জানা গেল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না তার। আফগান এই ক্রিকেটারের বদলে দলে এসেছেন নাঙ্গেয়ালিয়া খারোটে।
আফগানিস্তানের চূড়ান্ত স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নূর আহমেদ, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক ও নাঙ্গেয়ালিয়া খারোটে।
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)