Connect with us
ক্রিকেট

বিপিএল থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশকে কাঁদানো সেই আফগান

Allah Ghazanfar against Bangladesh
আল্লাহ গাজানফার। ছবি- সংগৃহীত

রান তাড়া করতে নেমে ১২০ রানে ২ উইকেট হারানো দল থেকে ১৪৩ রানে অলআউট হয়ে যাওয়া দল বনে যাওয়া সেই বাংলাদেশ দলের কথা হয়তো সবারই মনে আছে। এই তো কিছুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে এমন ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। আর সেই তান্ডব নেপথ্যে অন্যতম কান্ডারী ছিলেন আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।

মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করে আফগানদের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতিয়েছিলেন এই তরুণ স্পিনার। আর সেই জয় ভর করে বাংলাদেশকে গেল মাসে ওয়ানডে সিরিজে পরাজিত করে আফগানিস্তান। লাল সবুজের প্রতিনিধিদের কাঁদানো সেই গাজানফারের কথা ছিল আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার। তবে শেষ মুহূর্তে এবার নিজের নাম সরিয়ে নিলেন তিনি।

মূলত জাতীয় দলের ব্যস্ততার কারণে বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই তরুণ স্পিনার। বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে মাঠে রয়েছেন গাজানফার। অবশ্য আগে তার এই সাদা পোশাকের সিরিজ খেলার কথা ছিল না। দীর্ঘদিন পর এই ফরমেটে রশিদ খানের ফেরার কথা থাকলেও তিনি না আসায় তার পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়েছে গাজানফারকে।

আরও পড়ুন:

» বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ

» ভারত-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টসহ আজকের খেলা (২৭ ডিসেম্বর ২৪)

এদিকে জানুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। এই লিগে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন গাজানফার। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত বিপিএলে খেলার কথা ছিল এই আফগান স্পিনারের। তবে এখন জাতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ পাওয়ায় রংপুর রাইডার্সের সঙ্গে হাওয়া চুক্তি বাতিল করেছেন তিনি। গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজনফার।

বর্তমান সময়ে ভালো ছন্দে ছিলেন এই আফগান স্পিনার। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তিনি তুলে নিয়েছেন ফাইফার। আগের ম্যাচেও পেয়েছিলেন তিন উইকেট। এমন ক্রিকেটারকে দলে না পাওয়া দুর্ভাগ্যের বটে রংপুর রাইডার্সের জন্য। অবশ্য তারকায় ঠাসা দলটির জন্য খুব বেশি জটিলতা তৈরি হওয়ার কথা নয়।

গাজানফার না থাকলেও আরেক আফগান ক্রিকেটার সেদিকউল্লাহ অটল থাকছেন রংপুরের এই দলে। এছাড়াও বিদেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর, সৌরভ নেত্রাভালকর, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তবে এটা অস্বীকার করার সুযোগ নেই গাজানফার থাকলে বাড়তি শক্তি পেত রংপুর রাইডার্স।

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট