তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের পর বাংলাদেশের ক্রিকেটে আরেকজন তামিমের আগমন ঘটেছে। যিনি হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার নেতৃত্বেই এবারের যুব এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ এবং টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সিরিজে ওয়ানডেতে ৩-০ তে জয় পায় স্বাগতিকরা। এই সিরিজেও বাংলাদেশের নেতৃত্বে ছিলেন আজিজুল। এরপরই আলোচনায় উঠে আসেন এই ১৭ বছর বয়সী ক্রিকেটার।
এরপর চলমান এশিয়া কাপ দিয়ে আরো আলোচনায় উঠে এসেছেন আজিজুল তামিম। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাকান এই টপ অর্ডার ব্যাটার। পুরো টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালেও তুলেছেন এই তরুণ।
আরও পড়ুন:
» ফাইনালে ভারতকে হারাতে দোয়া চাইলেন যুবা অধিনায়ক তামিম
» পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আজিজুল তামিম। ৪ ইনিংসে ১১২ গড় ও ৮৪.৮৫ স্ট্রাইক রেটে ২২৪ রান করেছেন তিনি। যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে। একইসঙ্গে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ এবং বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এছাড়া বল হাতেও বেশ পারদর্শী আজিজুল। এই টুর্নামেন্টে একটি উইকেটও রয়েছে এই ডানহাতি স্পিনারের।
সবমিলিয়ে ব্যাটিং-বোলিং-নেতৃত্ব সব বিভাগেই পারদর্শী আজিজুল। এই রিদম ধরে রাখতে পারলে আসন্ন ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভালো ফলাফল বয়ে আনতে পারবে বাংলাদেশ। এমনকি জাতীয় দলের দরজাও তার জন্য খুলে যাবে।
এদিকে, সম্প্রতি আজিজুলের প্রশংসা করেছেন জাতীয় দলের অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পর তাকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা বলেও মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘একটি জয়সূচক সেঞ্চুরি করার মধ্যে সবসময়ই একটা বিশেষ অনুভূতি থাকে। মাশাল্লাহ একজন তারকা তৈরির পথে।’
আজিজুল তামিমের হাত ধরে ২০২৪ যুব এশিয়া কাপ শিরোপা জয়ের একধাপ দূরে বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তার দিকে তাকিয়ে থাকবে দেশের কোটি কোটি ক্রিকেট সমর্থকেরা।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/বিটি