Connect with us
ক্রিকেট

বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর

আরও একবার বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে এশিয়া কাপের জমজমাট আসর। দীর্ঘ ১১ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২০২৭ এশিয়া কাপের আসরের জন্য চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের নাম। তার আগে অবশ্য ২০২৫ এশিয়া কাপ আয়োজন করবে ভারত।

গত শনিবার (২৭ জুলাই) এমন তথ্য জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় সংস্থাটি একটি ডকুমেন্টে ইনভাইটেশন ফর এক্সপেশন অব ইন্টারেস্ট (আইইওআই) এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সে বছরই বাংলাদেশে বসতে যাওয়া এশিয়া কাপ আয়োজিত হবে ওয়ানডে ফরম্যাটেই। তার আগে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতে আয়োজিত ২০২৫ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরমেটে।

তবে এশিয়া কাপের এই দুই আসরেই অংশ নেবে সমান ৬টি করে দল। যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৩টি করে দল। এরপর উভয় দলের সেরা দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর পর্ব। সেখানে রাউন্ডরবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে সেরা দুটি দল যাবে ফাইনালে।

এর আগে পাঁচ দফা এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সর্বপ্রথম ১৯৮৮ সালে তৃতীয় আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ। এরপর ২০০০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপ আসরও আয়োজন করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

যার মধ্যে ২০১২ ও ২০১৬ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে এই দুই আসরে ধারাবাহিক ভাবে পাকিস্তান ও ভারতের কাছে হেরে ঘরের মাঠে শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ হাতছাড়া করে টাইগাররা। তবে আরো একবার ঘরের মাঠে এশিয়া কাপ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

তাই পুরনো হিসাব মিটিয়ে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই ট্রফি জিততে চাইবে টাইগাররা। তার আগে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এই বাংলাদেশেই অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে।

আরও পড়ুন: কোহলির বিপক্ষে সেলিব্রেশনের ধরণ নিয়ে যা বললেন সাকিব

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট