বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ নেই কোনো ম্যাচ। আজ রোববার বিরতির দিন চট্টগ্রামের মাঠে অনুশীলন করতে নেমে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন কুমিল্লার পেসার মুস্তাফিজুর রহমান। প্রাথমিক চিকিৎসার পরেও উঠে দাঁড়াতে না পারলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন।
আগামীকালের পরবর্তী ম্যাচকে কেন্দ্র করে আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যান্য দিনের মতোই এদিন অনুশীলন করতে নামেন মুস্তাফিজ। নেটে বোলিং করার সময়ই এমন বড় দুর্ঘটনার শিকার হন জাতীয় দলের নির্ভরযোগ্য এই পেসার।
এদিন নেটে ব্যাটিং করছিলেন ক্যারিবিয়ান তারকা ম্যাথিউ ফোর্ড। একটি বল করার পর যখন আরেকটি বল করার উদ্দেশ্যে রান-আপ প্রান্তে ফিরে যাচ্ছিলেন ফিজ, তখনই ওয়েস্ট ইন্ডিজ তারকার শট করা এক বল এসে সরাসরি আঘাত হানে মুস্তাফিজের মাথার পেছনের দিকে। এতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
মাটিতে পড়ে যাওয়ার পর সেখানেই তাকে অনেকক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়ার পরেও উঠে দাঁড়াতে পারেননি ফিজ। জানা গেছে, মাথা ফেটেছে তার। এরপর স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। নিয়ে যাওয়া হয় এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ তা বোঝা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর।
বিষয়টি নিয়ে খান নয়ন বলেন, ‘দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।’
আরও পড়ুন: এশিয়ান ইনডোরের ফাইনালে আজ ট্র্যাকে নামবেন জহির রায়হান
ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৪/এফএএস