Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির

দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল টাইগারা। ছবি- সংগৃহীত

আগামীকাল বুধবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্টকে সামনে রেখে আজও অনুশীলন করেছে টাইগাররা। তখনই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পান অফ স্পিনার নাঈম হাসান।

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে বল হাতে অবদান রেখেছে দীর্ঘদিন পর দলে ফেরা অফ স্পিনার নাঈম হাসান। দলের প্রয়োজনে এনে দিয়েছেন ব্রেক থ্রু, তৈরি করেছেন অনেক চাপ।

দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি শেষের দিকেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ কিছু রান তুলতে সক্ষম নাঈম। তাই অনুশীলনে ব্যাটিং করে নিজেকে কিছুটা ঝালিয়ে নিচ্ছিলেন এই বোলার। অনুশীলনের এক পর্যায়ে পেসার মেহেদী হাসান রানার বলে আঙুলের তর্জনীতে আঘাত পান তিনি। এসময় প্রচন্ড ব্যাথা পেয়ে সাথে সাথে ব্যাট ফেলে দেন নাঈম। গ্লাভস খোলার পর নাঈমের আঙুল থেকে রক্তও বের হয়।

এরপর মেডিকেল টিমের দ্বারস্থ হন নাঈম। তবে মেডিকেল টিম থেকে ইনজুরির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারনা করা হচ্ছে, ইনজুরি গুরুতর হলে ঢাকা টেস্টে তাকে না খেলানোর সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী টাইগাররা।

আরও পড়ুন:স্পন্সরের টাকা না পেয়ে আদালতের দ্বারস্থ হলো ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রিফোস্পোর্টস/০৫ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট