কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী রোববার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এর আগে আজ দুই অধিনায়ক একত্রে উন্মোচন করলেন সিরিজের ট্রফি। বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ট্রফির ছবি প্রকাশ করেছে।
ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের সঙ্গে সমতায় থেকে সিরিজ শেষ করেছে টাইগাররা। টেস্ট সিরিজ শেষ হতে না হতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্ল্যাকক্যাপসের দেশে উড়াল দেয় টাইগাররা। সিরিজ শুরুর আগে ট্রফি প্রকাশকালে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কিউই অধিনায়ক টম লাথামকে হাস্যোজ্জ্বল ভাবে দেখা গেল বিসিবির আপলোডকৃত পোস্টে।
এর আগে রিশাদ হোসেনের অলরাউন্ড নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ২৬ রানের দারুন এক জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ। ব্যাট হাতে ৫৪ বলে ৮৭ রান ও বল হাতে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রিশাদ। এছাড়াও সৌম্য, লিটন ও তানজিদ তামিমের ফিফটিতে স্বাগতিকদের ৩৩৫ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৮০ রানে প্রথম ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। এরপর ভরত পপলি ও সন্দীপ প্যাটেলের ব্যাটে ভর করে এগোতে থাকে তারা। তবে পপলি ৯০ বলে ৯২ রান করা এবং প্যাটেল ৭৭ বলে ৮৯ রান করে আউট হলে সেই ম্যাচে ৩০৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।
আগামী রোববার ওটাগো ওভাল বিশ্ববিদ্যালয়, ডুনেডিনে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ওয়ানডে হবে যথাক্রমে ২০ এবং ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
আরও পড়ুন: ফাইনালে যাওয়ার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে কারা?
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এসএফ/এজে