চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্যন্ত খেলেছে বাংলাদেশ দল। এবারের টুর্নামেন্টে সুযোগ ও প্রত্যাশার কথা মাথায় রেখে মিশ্র অভিজ্ঞতাই হয়েছে শান্ত বাহিনীদের। বিশ্বকাপ মিশন শেষে আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছে তারা।
ক্রিকেটার ও দেশীয় সদস্যরা আজ দেশে ফিরলেও ছুটিতে গেছেন বিদেশি কোচিং স্টাফরা। ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ দেশে ফিরেছেন টাইগারদের বিদেশী কোচরা। দেশে ফিরে আপাতত দু’সপ্তাহের মতো ছুটিতে থাকবেন বিশ্বকাপ ফেরত ক্রিকেটাররা। তবে এরই মাঝে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে উড়াল দেবেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার।
এদিকে চট্টগ্রামে চলছে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা অসংখ্য ক্রিকেটারদের নিয়ে টাইগার্স ক্যাম্প। ছুটি শেষে বিশ্বকাপ ফেরত ক্রিকেটাররাও যোগ দেবেন এই ক্যাম্পে। সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা। বিদেশী কোচিং স্টাফরা না ফেরা পর্যন্ত সেখানেই আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা।
এদিকে আগামী মাসখানেক সময় ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে ব্যস্ত থাকবেন দলের একাধিক ক্রিকেটার। যেখানে সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন; সেখানেও খেলবেন সাকিব। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুন শুরু করেছিল শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর প্রোটিয়াদের কাছে হারলেও নেপাল ও নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো সুপার এইটে জায়গা করে নেয় টাইগাররা। তবে শেষ আটে নিজেদের ব্যর্থতায় সেমিফাইনাল খেলার সুযোগ হারানোর পাশাপাশি বাংলাদেশ হেরেছে সবগুলো ম্যাচ।
আরও পড়ুন: ম্যাচ হেরে কিছুদিন ক্রিকেটের বাইরে থাকতে চান বাটলার
ক্রিফোস্পোর্টস/২৮জুন২৪/এফএএস