দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই সিরিজ জয়ের পর আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছে টিম টাইগার্স।
দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল। আজ রাত ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ভাগে ক্রিকেটাররা এসে পৌঁছাবেন। এরপর দিবাগত রাত ২টায় দলের বাকি অংশ ঢাকায় পা রাখবে।
তবে দলের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। তিনি কাউন্টি খেলতে ইংল্যান্ডে যাবেন। পরবর্তীতে বিদেশে থেকেই ভারত সিরিজে তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
» বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ, পিসিবিকে ধুঁয়ে দিলেন সাবেক ৩ গ্রেট
» পাকিস্তানকে সিরিজ হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
এদিকে দেশে ফিরলে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা পাবে বাংলাদেশ দল। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের জয়ের পরপরই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন দিয়ে দলকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সেখানে আরো জানানো হয়েছে, বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনা দেবে সরকার।
উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ২-০ সিরিজে হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে এবং দ্বিতীয় ৬ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে শান্ত-মিরাজরা। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৪/বিটি