আইসিসি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে এই মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্তভাবে সিরিজ জিতে নেয় নিগার সুলতানারা। তবে এবারের চ্যালেঞ্জটা হবে যথেষ্ট কঠিন।
নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি জানান, দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে সিরিজ খেলতে ২৪ নভেম্বর দেশ ছাড়বে নারী ক্রিকেট দল। এই সফরে থাকবে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ।
৩ ডিসেম্বর প্রথম ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরবর্তী দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৮ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর আয়োজিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হবে।
আগেই জানা গেছে আসন্ন বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে চ্যাম্পিয়নশিপের সেরা ছয় দল। এখন পর্যন্ত নিজেদের খেলা বারো ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থান রয়েছে বাংলাদেশ। নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় ভারত।
আরও পড়ুন: এটিপি ফাইনালস: তিন ঘণ্টার জমে ওঠা ম্যাচে জোকোভিচের দারুণ জয়
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এসএফ/এজে