জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের শেষটা টাইগারদের পক্ষে গেলেও শুরুটা ছিলো তাদের বিপক্ষে। শ্রীলঙ্কার দেয়া টার্গেট তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহর ব্যাটিং অ্যাপ্রোচেই জয়ের আশা দেখতে শুরু করে স্বাগতিকরা।
গতকাল (১৩ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। চট্টগ্রামের ব্যাটিং পিচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল টাইগাররা।
লিটন-সৌম্যদের হারিয়ে বাংলাদেশ যখন বিপদে তখন মাঠে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মাঠে এসে থেমে যাননি এই ব্যাটার। অধিনায়ক শান্তর সঙ্গে জুটি গড়ে ব্যাটে-বলে সমান গতিতে রান তুলতে থাকেন। শান্তর সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ৬৩ বলে ৬৯ রানের জুটি। লাহিরু কুমারার বলে আউট হওয়ার আগে ১০০ স্ট্রাইক রেটে ৩৭ রান করেন এই অলরাউন্ডার। যার মধ্যে ৪ টি চার ও ১টি ছয়ের মার ছিলো।
দলের বিপদেও মাহমুদউল্লাহর এমন আক্রমনাত্মক ব্যাটিংয়ের কারণেই জয়ের সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এবার সেই গুরুত্বপূর্ণ ইনিংস নিয়ে প্রশংসা করেছেন নতুন যুক্ত হওয়া ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় হেম্প বলেন, ‘বল অনেক সুইং করছিল। শ্রীলঙ্কান বোলাররা স্টাম্প লক্ষ্য করে বল করছিল। রিয়াদ দেখে শুনে সেগুলো খেলেছে। তার অ্যাপ্রোচই চাপে ফেলে দেয় বোলারদের। শান্তর সঙ্গে তার ৬৯ রানের জুটিতেই পালটে যায় ম্যাচের চিত্র। তার এমন অ্যাপ্রোচেই ম্যাচ শ্রীলঙ্কার কাছ থেকে আমাদের নিয়ন্ত্রণে চলে আসে।’
ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর ইনজুরির কারণে কয়েকদিন দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। কয়েক মাস পর গতকাল (বুধবার) ওয়ানডে দলে ফিরেই আবারো নিজের জাত চিনিয়েছেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই ব্যাটার।
আরও পড়ুন: মুশফিক-মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক শান্ত
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/এমটি