Connect with us
ক্রিকেট

হুড়মুড় করে ভেঙে পড়লো ব্যাটিংলাইন, শিরোপা হারালো বাংলাদেশ

crifo India vs BD
ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া হলো শিরোপা। ছবি- বিসিসিআই

প্রথমবারের মতো আয়োজিত নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার খুব কাছেই চলে গিয়েছিল বাংলাদেশ। ভালো বোলিংও করেছিল ফাইনালে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া হলো শিরোপা। শেষ ১২ রান তুলতে হুড়মুড় করে পড়েছে ৬টি উইকেট। এতেই জয় পেয়েছে ভারতের কিশোরীরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। এর আগে পুরুষদের বয়সভিত্তিক টুর্নামেন্টেও মুখোমুখি হয়েছিল প্রতিবেশী দেশ দুটি। ছেলেরা পারলেও মেয়েরা শিরোপা ঘরে তুলতে পারেনি।

Crifo ind

প্রথমবার আয়োজিত নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতে উল্লাস ভারতের

ফাইনালে ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে। ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা। বাংলাদেশের স্কোর ছিল ৬৪ রানে ৪ উইকেট। সেখানে শেষ ১২ রান যোগ করতেই সবকটি উইকেট হারাতে হয়।


আরও পড়ুন:

» এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির

» বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (২২ ডিসেম্বর ২৪)

» বিপিএল মিউজিক ফেস্টে থাকছেন রাহাত ফতেহ আলী, নেবেন কত?


এর আগে ফারজানা ইয়াসমিনের দুর্দান্ত বোলিংয়ে ১১৭ রানে থামে ভারতের ইনিংস। ফারজানা ৪টি উইকেট নেন। আর ভারতের ওপেনার গঙ্গানদী তৃষা ফিফটির দেখা পান।

১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খুলতে পারেননি মোসাম্মত ইভা। দলীয় ৮ রানে ওপেনিং জুটি ভাঙ্গার পর সুমাইয়া আক্তারকে নিয়ে ১৬ ও জুয়াইরা ফেরদৌসের সঙ্গে ২০ রানের জুটি গড়েন ফাহমিদা ছোয়া। এই ওপেনার ২৪ বলে ১৮ করে আউট হতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

১৮ ওভার তিন বল পর্যন্ত টিকে থেকে ৭৬ রানে অলআউট হয় তারা। ৪১ রানের জয়োৎসবে মাতে ভারতীয় মেয়েরা। বাংলাদেশের ব্যাটিংয়ে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরা। এই দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

ভারতের বোলিংয়ে আয়ুশি শুক্লা ১৭ রানে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান পারুনিকা সিসোদিয়া ও সোনাম যাদব।

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট