Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সফরে যেসব সুবিধা পাবে অস্ট্রেলিয়ার নারীরা

The benefits that Australian women will get on the Bangladesh tour
আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সফরকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তায় জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

সাধারণত বাংলাদেশে সফরে আসলে বড় বড় দলগুলোর নিরাপত্তার আবদার থাকে বেশি। অস্ট্রেলিয়া ব্যতিক্রম নয়৷ এর আগে অস্ট্রেলিয়া পুরুষ দল নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর বাতিল করে৷ তবে সবকিছু ঠিক থাকলে এবার বাংলাদেশ সফর আসছে অজি নারী ক্রিকেট দল৷

আসন্ন এই সফরে কড়া নিরাপত্তা প্রটোকল পাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কর্তাদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের প্রতিনিধি দল। মিরপুরে মাঠও পরিদর্শন করেছেন তারা৷ সফরে পুরুষ দলের মতো নারীরাও সমান সুবিধা পাবে বলে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

মঙ্গলবার (১২ মার্চ) গণমাধ্যমকে বাশার বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, সিকিউরিটি প্রোটোকল হিসেবে ছেলে ক্রিকেটাররা যা পায়, সেটাই পাবে নারী ক্রিকেটাররা। এখন বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যেমন সিকিউরিটি দরকার তা তাদেরকে জানানো হয়েছে এবং তা মেনে নিয়েছে তারা।’

অস্ট্রেলিয়া সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন বাশার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার নারীদের দলটা কিন্তু খুব শক্তিশালী। বেশকিছু বিশ্ব মানের ক্রিকেটার আছে। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে এটা আমাদের মেয়েদের জন্য বড় সুযোগ বিশ্বকাপের প্রস্তুতির জন্য।’

আগামী ১৭ মার্চ ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে প্রথমবারের মতো আসে অজি মেয়েরা। তবে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অজি মেয়েরা৷ দীর্ঘ ১০ বছর পর আবারও মীরপুরের মাঠে দেখা যাবে অ্যালিসা পেরিদের।

আরও পড়ুন: আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংলিশ তারকা, বিপদে দিল্লি 

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট