Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ, কোহলিসহ আছেন যারা

Virat Kohli
ভিরাট কোহলি। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে শেষ হয়েছে চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে খুব শীঘ্রই মাঠে নামবে সেমিফাইনাল নিশ্চিত করা চারটি দল। তবে গ্রুপ পর্বের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত এই সেরা একাদশে অধিনায়কের দায়িত্ব পাননি কোন অজি প্লেয়ার। তাছাড়া ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে কোহলিকে অধিনায়ক করে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতের সর্বোচ্চ ৪ জন প্লেয়ার জায়গা পেয়েছেন এই একাদশে।
এছাড়া অস্ট্রেলিয়া থেকে তিনজন, দক্ষিণ আফ্রিকা থেকে তিনজন, এবং নিউজিল্যান্ড থেকে একজন জায়গা করে নিয়েছেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে শ্রীলংকার একজন জায়গা করে নিলেও বাংলাদেশ থেকে কোন প্লেয়ার জায়গা পাননি প্রকাশিত এই একাদশে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশ: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মার্কো জ্যানসেন (দক্ষিণ আফ্রিকা), রবীন্দ্র জাদেজা (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), মোহাম্মদ শামি (ভারত), জাসপ্রীত বুমরাহ (ভারত)

দ্বাদশ ক্রিকেটার: দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা)

আরও পড়ুন: চলতি মাসেই দ.আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট