অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে আজ (রবিবার) পার্থ স্কর্চার্স-মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচটি অদ্ভূত এক কারণে পরিত্যাক্ত হয়েছে। মজার বিষয় হলো ম্যাচটি শুরু হয়ে ৬.৫ ওভার মাঠে গড়ানোর পর ব্যাটসম্যানের অভিযোগের ভিত্তিতে ম্যাচ আম্পায়াররা খেলা পরিত্যাক্ত করেন। তার আগ পর্যন্ত ব্যাটিংয়ে নামা পার্থ স্কর্চার্সের সংগ্রহ ছিল ২ উইকেটের বিনিময়ে ৩০ রান।
বৃষ্টির কারণে ম্যাচ ভেন্যুর পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল। খেলা যেন শুরু করা যায় তাই ম্যাচ শুরুর আগে ভারী রোলার ব্যবহার করে উইকেট উপযোগী করে তোলা হয়। এর কারণে উইকেট থেকে বেশি অসম বাউন্স তৈরি হচ্ছিলো। পার্থের ব্যাটসম্যান জশ ইংলিস অসম বাউন্সের ব্যাপারে আম্পায়ারের কাছে অভিযোগ জানান। অভিযোগটি দু’জন আম্পায়ারই আমলে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণার সিদ্ধান্ত নেন।
ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করা বেন ট্রেলোয়ার জানান, ‘শেষ ডেলিভারিটি আমার কাছেও বেশ অস্বাভাবিক মনে হয়েছে। উইকেট বিপদজনক হয়ে যাওয়ার কারণেই আমরা ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণার সিদ্ধান্ত নেই। অথচ ম্যাচ শুরুর পূর্বে আমরা পিচটিকে বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করেছিলাম।
প্রথম কিছু ওভার পরেও আমাদের আশা ছিল খেলা চালিয়ে যেতে অসুবিধা হবে না। কিন্তু কিছু সময় পরই দেখা যায়, বল শুধু দক্ষিণ দিকে চলে যাচ্ছে। আর শেষ বলটি দেখার পর আমাদের এই সিদ্ধান্ত নিতে আর তেমন কোন অসুবিধা হয়নি। বলটি আসলেই বেশ বিপদ জনক ছিল।’
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে নাসুম আহমেদের ‘রহস্যময় স্ট্যাটাস’
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৩/এমএস/এসএ