গত প্যারিস অলিম্পিকে উঠেছিল গুরুতর অভিযোগ। মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজি ক্যাটাগরিতে স্বর্ণজয়ী ইমানে খেলিফের লিঙ্গ নিয়ে উঠেছিল প্রশ্ন। এই বক্সারকে নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন একাধিক প্রতিযোগী। যারা মনে করছিলেন ইমানে আসলে একজন নারী রূপে পুরুষ।
তবে শেষ পর্যন্ত তার হাতে উঠেছিল অলিম্পিকের সেই নারী ইভেন্টের স্বর্ণ। অন্যান্য প্রতিযোগীদের অভিযোগে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত না নিলেও অলিম্পিক কর্তৃপক্ষ জানিয়েছিল গুরুতর এই অভিযোগটি খতিয়ে দেখা হবে। সেই ঘটনার তিন মাসের বেশি সময় পর এবার জানা গেল আসল তথ্য।
ফরাসি সাংবাদিক জাফফর আইত আওদিয়া সম্প্রতি এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইমানে খেলিফের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছেন। এই রিপোর্ট অনুযায়ী ২৫ বছর বয়সী এই আলজেরিয়ান বক্সার আসলে কোন নারী ছিলেন না। তিনি হলেন একজন পুরুষ।
প্রকাশিত সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইমানে খেলিফ ফাইভ-আলফা রিডাক্টেস ডেফিসিয়েন্সিতে ভুগছেন। মেডিক্যাল রিপোর্টের অংশ এমআরআইতে বলা হয়েছে যে, খেলাফের দেহে জরায়ুর অস্তিত্ব নেই। তাছাড়া আছে পুরুষের মতো অভ্যন্তরীণ শুক্রাশয়। সম্পূর্ণ রূপে নাহলেও একটি বর্ধিত ভগাঙ্কুরের মতো ‘মাইক্রোপেনিস’ আছে তার।
আরও পড়ুন:
» সিরিজে সমতা ফেরাতে আজ মাঠে নামবে বাংলাদেশ
» বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেসহ আজকের খেলা (৯ নভেম্বর ২৪)
প্যারিস অলিম্পিকে নারীদের ৬৬ কেজি ক্যাটাগরির শেষ ১৬ এর লড়াইয়ে ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনির মুখোমুখি হয়েছিলেন ইমানে খেলিফ। সেই ম্যাচে মাত্র ৪৬ সেকেন্ডে কান্না করতে করতে রিং ছাড়েন অ্যাঞ্জেলা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি আমার জীবনে কখনো এত জোরে আঘাত পাইনি।’
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৪/এফএএস