Connect with us
ফুটবল

‘আনফিট’ নেইমারকে যে কারণে দলে চায় না ব্রাজিলের ক্লাব

নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করে চলছেন নেইমার জুনিয়র। টানা দীর্ঘদিন মাঠে থাকতে পারেন না তিনি। এদিকে গেল এক বছরও বেশি সময় চোট কাটিয়ে মাঠে ফেরার পর আবারও ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তাই সৌদি ক্লাব আল হিলাল নেইমারের সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চায় না বলে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

আর তারপরে আলোচনা শুরু হয়েছে নেইমার নাকি এবার পাড়ি জমাবেন নিজ দেশের ক্লাবে। যে তালিকায় শোনা যাচ্ছে ব্রাজিলের দুই ক্লাব পালমেইরাস আর সান্তোসের নাম। এর মধ্যে সান্তোসে নিজের শৈশবের অনেকটা সময় যুক্ত ছিলেন নেইমার। জানা গেছে এই ব্রাজিলিয়ান তারকা নিজেই ক্লাবটিকে সবুজ সংকেত দিয়ে রেখেছে।

তবে অপর ক্লাব পালমেইরাস থেকে আসছে ভিন্ন বার্তা। তারা নেইমারকে দলে নিতে চায় না বলে জানিয়ে দিয়েছে স্পষ্ট। এদিকে ক্লাবটির সভাপতি লেইলা পেরেইরা রীতিমতো অপমান করেছেন নেইমার জুনিয়রকে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এর কারণও জানিয়েছেন।

মূলত চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার কারণে নেইমারকে দলে রাখতে চান না ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক। যার বদলে তিনি এমন কোন খেলোয়াড় পছন্দ করবেন যিনি যেকোনো সময় মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন। নেইমারকে দলের সঙ্গে বোঝা হিসেবে রাখতে না চাইলেও তার প্রশংসা করতে ভুলেননি পেরেইরা।

Neymar Junior Injury

নেইমারের সর্বশেষ ইনজুরি।

ক্লাবটির এই নারী সভাপতি সেই সাক্ষাৎকারে বলেন, ‘নেইমারকে আমি পালমেইরাসে চাই না। এই ক্লাব কোনো হাসপাতাল নয়। আমি এমন কাউকে দলে নিতে চাই যে দ্রুত সময়ে ক্লাবে যোগ দিতে পারবে এবং ম্যানেজার চাইলে পরের দিনই মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে। তবে আমি কোন আনফিট খেলোয়াড়ের সঙ্গে চুক্তিতে যাব না।’

আরও পড়ুন: 

» মালদ্বীপের বিপক্ষে জিতে সমালোচকদের সম্পর্কে যা বললেন কাবরেরা

» বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন মালদ্বীপ কোচ

নেইমারকে এমন কটাক্ষ করলেও তার প্রশংসা করেছেন সেই নারী সংগঠক। তিনি আরও বলেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, হয়তো সান্তোসে যেতে পারে। যদিও আমি বিষয়টা ঠিক জানি না। এই বিষয়ে সান্তোসকেই প্রশ্ন করতে হবে। যদি সে যায় তাতে আমার কোন সমস্যা থাকার কথা না।’

এদিকে গত বছর সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন এই তারকা ফুটবলার। এতে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন তিনি। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষের দিকে। তাই গুঞ্জন উঠেছে তার থেকে পর্যাপ্ত সার্ভিস না পেয়ে নতুন করে আর চুক্তি নবায়ন করতে চায় না সৌদি ক্লাবটি।

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল