বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতার আসর অলিম্পিক গেমসের ৩৩ তম আসর বসেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। গতকাল প্রতিযোগিতাটির উদ্বোধন সম্পন্ন হলেও তার আগে থেকেই বিতর্ক যেন এবারের আসরটিকে জেঁকে ধরেছে। তরুণীকে ধর্ষণ, অলিম্পিক ভিলেজের বিছানা ও খাবার নিয়ে অভিযোগের পর এবার চুরির অভিযোগ উঠলো।
ফুটবল বিশ্বে কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে বহুল পরিচিত ব্রাজিলের সাবেক ফুটবলার জিকো। সেলেসাওদের হয়ে দুই বিশ্বকাপে অংশ নেয়া এই কিংবদন্তিও প্যারিসে গিয়ে চুরি কাণ্ডের শিকার হলেন।
ব্রাজিলের ‘সাদা পেলে’ খ্যাত এই কিংবদন্তি প্যারিস পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তার গাড়ি থেকে মূল্যবান কিছু মালামালসহ ৫ লাখ ইউরো চুরি হয়েছে। জিকো এই দুর্ঘটনার শিকার হন গতকাল শুক্রবারে (২৬ জুলাই) অর্থাৎ অলিম্পিক গেমসের উদ্বোধনের দিনে।
আরো পড়ুন : পাকিস্তানের হয়ে খেলার আর আগ্রহ নেই শোয়েব মালিকের
জানা যায়, সেদিন তিনি গাড়ি নিয়ে শহরেই যাতায়াত করছিলেন। পথিমধ্যে কিছুক্ষণের জন্য তিনি গাড়ি থামিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত তখন তার গাড়ির জানালা খোলা ছিল যেটি তার খেয়াল ছিল না। এই ফাঁকেই চোর তার গাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্রসহ অর্থ নিয়ে ভেগে গেছে বলে তার মত। এ প্রসঙ্গে অবশ্য জিকোর ঘনিষ্ঠজনদের ইঙ্গিত, চুরি হওয়া অর্থের পরিমাণ কিছুটা অতিরঞ্জিতও হতে পারে।
এবারে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর ৩৩ তম আসর বসেছে শিল্প-সাহিত্য ও ভালোবাসার শহর বলে পরিচিত প্যারিসে। গতকাল (২৬ জুলাই) জমকালো উদ্বোধনের পর আজ শনিবার মোট ১৪ টি স্বর্ণ পদকের জন্য দেশগুলো লড়াই করবে। অবশ্য, ইতোমধ্যেই চলতি আসরের প্রথম স্বর্ণ জিতে নিয়েছে চীন।
ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৪/এমএস