ব্রাজিলের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার জুনিয়র। তবে চোট কাটিয়ে ফুটবলে ফিরলেও আবার ইনজুরিতে পড়তে সময় লাগেনি তার। এবার নতুন করে আরেক দুঃসংবাদ পেল ব্রাজিল। রিয়ালের হয়ে খেলার সময় বড় ধরনের চোটে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার এডার মিলিটাও। এতে করে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি।
গতকাল লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে দারুন জয়ের রাতে এমন দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল ও রিয়াল। অবশ্য এদিন ৪-০ গোলের সহজ জয়ের রাতে আরেক ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র করেছিলেন হ্যাটট্রিক। যদিও ম্যাচ চলাকালে সতীর্থের এমন ইনজুরিতে মন খুলে উদযাপন করতে পারেননি তারা।
এতে ম্যাচ শেষে এক্সে পোস্ট করে ভিনি বলেন, ‘গোল করে খুশি, তবে চোটপ্রাপ্ত সতীর্থের জন্য দুঃখিত।’ এর আগে গত মৌসুমে এসিএল ইনজুরিতে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন মিলিটাও। তবে সেবার তার চোট ছিল বাঁ পায়ে। এবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এই সেন্টারব্যাক ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন। আর সঙ্গে সঙ্গেই মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে।
রিয়াল মাদ্রিদ ক্লাব সূত্রে জানা যায় আবারও এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট পেয়েছেন মিলিটাও। টানা দ্বিতীয় মৌসুমে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেই সময়টা ঠিক কতখানি হতে পারে, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে চোটের ধরণ দেখে অনুমান করা যায় অন্তত ৯ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
আরও পড়ুন:
» নাসুমের অসাধারণ কামব্যাক নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
» ভারত-পাকিস্তানের পৃথক ম্যাচসহ আজকের খেলা (১০ নভেম্বর ২৪)
চলতি মৌসুমে লিগামেন্টের চোটে পড়া রিয়ালের দ্বিতীয় ফুটবলার মিলিতাও। একই কারণে এর আগে বাকি মৌসুম থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। অবশ্য চোটের কারণে আগে থেকেই নাজুক পরিস্থিতিতে রয়েছে রিয়াল। দলের বাইরে আছেন মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি, গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার ডেভিড আলাবা।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/এফএএস