Connect with us
ক্রিকেট

ক্যারিবিয়ানরা প্রমাণ করল তারা শেষ হয়ে যায়নি

টিম ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের তরুণ দুই ব্যাটার, দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। ছবি- গুগল

মারকুটে ব্যাটিং আর দাপুটে বোলিং, আর রোমাঞ্চ-কী নেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেটে তারা বিশ্বজয়ী। তবে জীবনের গল্পের মতই, বড় বাস্তবতার মুখোমুখি হয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ।

দীর্ঘ এক বছর হারের বৃত্তে, হাসতে ভুলে গিয়েছিল দলটি। কিন্তু ব্রায়ান লারা আর ক্রিস গেইলদের উত্তরসূরিরা তো শেষ হয়ে যায়নি।

ক্যারিবিয়ানরা প্রমাণ করল, তাদের ছাড়া ক্রিকেট অপূর্ণ। স্থানীয় সময় রবিবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। আর এতেই বাধ ভাঙা উচ্ছ্বাসে ভাসছে ওয়েস্ট ইন্ডিজ।

৫ ম্যাচের সিরিজে শেষ ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করে রভম্যান পাওয়েলের দল। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা ক্যারিবিয়ানরা পরের দুই ম্যাচে হেরে গেলে পঞ্চম ও শেষ ম্যাচটি দুদলের সামনেই সিরিজ জয়ের মিশন ছিল।

ম্যাচ শেষে শেষ হাসি হাসল কোচ ড্যারেন স্যামির শিষ্যরা। যে হাসির জন্য তাদের এক বছর অপেক্ষা করতে হয়েছে। গত এক বছর তারা হারতে হারতে; জেতার কথা যেন ভুলেই গিয়েছিল।

তাদের উপলক্ষ হয়েছে দুঃখ, বছর জুড়ে সব ফরম্যাটে একের পর এক হার। বিশ্ব চ্যাম্পিয়নরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়েছিল। এছাড়া এবারের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বেও দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি।

তবে, সব ছাপিয়ে- ক্রিকেট রোমাঞ্চের রাজা ডিজে ব্রাভো-গেইলদের আঙিনায় আজ উৎসব। জয়টা তাদের খুব দরকার ছিল। অধিনায়ক রভম্যান পাওয়েলের ম্যাচ শেষে অনুভুতিতে তাই প্রকাশ পেয়েছে।

শেই হোপ যখন ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন, তখন ড্রেসিং রুম থেকে সবার আগে বের হন ক্যারিবিয়ান কাপ্তান। হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে দুই আঙুল তুলে কৃতজ্ঞতা জানিয়েছেন স্রষ্টাকে।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি- গুগল

অধিনায়ক পাওয়েল বলেন, এই আনন্দটা ভাষায় প্রকাশ করা অনেক কঠিন। নিজেদের মাঠে ভারতকে হারিয়েছি, এই মুহূর্তে এটা অনেক বড় কিছু আমাদের জন্য।

তিনি বলেন, আগের দুই ম্যাচ আমরা বাজেভাবে হেরেছিলাম। আজ আমরা ঘুরে দাঁড়িয়েছি; সিরিজ জিতেছি। এ জন্য আমাদে সমর্থকদেরও বড় কৃতিত্ব প্রাপ্য। যখন সবকিছুই ভেঙে পড়ে তখনও তারা আমাদের পাশে ছিল। আমাদের ক্রিকেটাররা সবাই ভালো করেছে। প্রত্যেকের অবদানেই দল এগিয়ে যায়।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচে মূল্যবান ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ক্যারিবিয়ান বোলার রোমারিও শেফার্ড।

আরও পড়ুন: অবসর ভেঙে স্টোকসকে বিশ্বকাপে ফেরানোর দায়িত্ব নিলেন বাটলার

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট