Connect with us
ক্রিকেট

বিপিএল মাতাতে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিলেন ক্যারিবিয়ান তারকা

Rahkeem Cornwall
সিলেট স্ট্রাইকার্স। ছবি- সংগৃহীত

বিপিএল-২০২৫ শুরু হতে বাকি আর মাত্র এক দিন। বিপিএলের এবারের আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল থেকে। ইতোমধ্যেই বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দলে যোগ দিতে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় সিলেট স্ট্রাইকার্সের দলে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা রাহকিম কর্নওয়াল।

প্রথমবারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল মাতাতে এসেছেন এই ক্যারবিয়ান দানব। ১৪০ কেজি ওজনের বিশাল দেহাকৃতি এই ক্যারিবিয়ান তারকা আজ ২৯ ডিসেম্বর (রবিবার) সকাল সাড়ে ৮ টায় টিম হোটেল ওয়েস্টিনে চেক-ইন করেছেন। চেক-ইন করার সময় তার গায়ে ছিল চ্যাম্পিয়ন লেখা সাদা পোশাক এবং হাতে ছিল মুগুর আকৃতি বিশিষ্ট একটি ব্যাট। যা আরও কর্ণওয়ালকে দানবীয় করে তুলেছিল।

এদিকে ক্যারিবিয়ান তারকার এই আগমনকে দারুণভাবে স্বাগত জানিয়ে সিলেট স্ট্রাইকার্স। কর্ণওয়ালের আগমন ঘিরে নিজেদের ফেসবুক পেজে মজার রিলসও শেয়ার করেছে ফ্রাঞ্চাইজিটি। এসময় তারা মজার রিলস শেয়ার করে ক্যাপশনে লেখেন তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য। যা দিয়ে রাহকিম কর্নওয়ালের দানবীয় ব্যাটিংকেই স্মরণ করাতে চেয়েছে সিলেট স্ট্রাইকার্সের কর্তৃপক্ষ।


আরও পড়ুন :

» লিটন দাসের পরিবর্তে ঢাকার নেতৃত্বে বিদেশি ক্রিকেটার

» জানা গেল বিপিএলের টিকিটের মূল্য, কেনা যাবে যেভাবে


রাহকিম কর্নওয়াল ছাড়াও ফ্রাঞ্চাইজিটিতে ইতোমধ্যেই যোগ দিতে শুরু করেছে দলটির বাকি বিদেশি ক্রিকেটাররাও। এদের মধ্যে রয়েছেন, পল স্টার্লিং, সামিউল্লাহ শেনওয়ারি এবং রিস টপলি প্রমুখ।

এছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জাকির হাসান, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব ও আরাফাত সানির মতো ক্রিকেটাররা।

শুধু আজকে নয় এর আগেও রাহকিম কর্নওয়ালকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ। সেই পোস্টের ক্যাপশনে তারা লিখেছিলেন, অপেক্ষার অবসান! প্রথমবারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে সব উড়িয়ে দিতে আসছে রাহকিম কর্নওয়াল। এবার আগুনের স্ফুলিঙ্গ থেকে শুরু হবে ঝড়। কর্ণওয়ালের আগমনে সিলেটের হয়ে মাঠে কর্নওয়াল ঝড় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেটের ভক্ত-সমর্থকরাও।

এক নজরে বিপিএল-২০২৫ এ সিলেট স্ট্রাইকার্সের সবগুলো ম্যাচ

প্রতিপক্ষ  তারিখ ভেন্যু  ম্যাচ শুরু
রংপুর রাইডার্স ৩১ ডিসেম্বর, ২০২৪ মিরপুর সন্ধ্যা ৭টা
রংপুর রাইডার্স ৬ জানুয়ারি, ২০২৫ সিলেট দুপুর ১টা ৩০ মিনিট
ফরচুন বরিশাল ৭ জানুয়ারি, ২০২৫ সিলেট সন্ধ্যা ৭টা
ঢাকা ক্যাপিটাল  ১০ জানুয়ারি, ২০২৫  সিলেট সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
খুলনা টাইগার্স ১২ জানুয়ারি, ২০২৫ সিলেট দুপুর ১টা ৩০ মিনিট
চিটাগং কিংস ১৩ জানুয়ারি, ২০২৫ সিলেট দুপুর ১টা ৩০ মিনিট
দুর্বার রাজশাহী ১৭ জানুয়ারি, ২০২৫ চট্টগ্রাম বেলা ২টা
ঢাকা ক্যাপিটাল ২০ জানুয়ারি, ২০২৫ চট্টগ্রাম দুপুর ১টা ৩০ মিনিট
খুলনা টাইগার্স ২৩ জানুয়ারি, ২০২৫ চট্রগ্রাম  সন্ধ্যা ৭টা
ফরচুন বরিশাল ২৬ জানুয়ারি, ২০২৫  মিরপুর দুপুর ১টা ৩০ মিনিট
দুর্বার রাজশাহী ২৭ জানুয়ারি, ২০২৫ মিরপুর সন্ধ্যা ৭টা
চিটাগং কিংস ৩০ জানুয়ারি, ২০২৫ মিরপুর    সন্ধ্যা ৭টা

ক্রিফোস্পোর্টস২৯ডিসেম্বর২৪/এসআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট