সবশেষ রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়টি সফরকারীদের কাছে বিশেষ গুরুত্ববহ কারন, এটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ইতিহাসে প্রথম টেস্ট জয়। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে প্রথম বারের মত সিরিজ জয়েরও সামনে তারা।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলেই ১-০ তে সিরিজ জিতে ইতিহাস গড়বে টাইগাররা। তাই সাকিব-মুশফিকরা নিশ্চয়ই এত বড় সুযোগটি হাতছাড়া করতে চাইবেন না। তার উপর আসন্ন ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফলে চেনা কন্ডিশনেই খেলতে পারবে বাংলাদেশ।
তবে পিচের আচরণ বদলানো নিয়ে কিছুটা সতর্ক অবস্থানে থাকতেই পারেন বাংলাদেশ দলপতি। কেননা ঐতিহ্যগতভাবে রাওয়ালপিন্ডির পিচ পেস সহায়ক হিসেবে পরিচিত হলেও সবশেষ টেস্টের পঞ্চম দিনে সাকিব-মিরাজের ঘূর্ণিতে যেভাবে নাস্তানাবুদ হয়েছেন পাক ব্যাটাররা তাতে উভয় দলকেই স্পিনারদের প্রতি বাড়তি নজর রাখতে হতে পারে। যদিও প্রথম টেস্টে বাংলাদেশি স্পিনারদের থেকেও পাক ব্যাটারদের দুর্বলতা ও ভুলগুলো ছিল বেশ চোখে পড়ার মত।
তার উপর ইয়াসির শাহ পরবর্তী সময়ে বিশ্বমানের স্পিনারদের অভাবে ভুগছে পাকিস্তান। যদিও কালকের স্কোয়াডে ডাক পেয়েছেন কামরান গুলাম ও নতুন সেনসেশন আবরার আহমেদ। তবে তাদের কেউ কালকের ম্যাচে সুযোগ পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। দলের অধিনায়ক শান মাসুদ ও সহকারী কোচ আজহার মেহমুদের দাবি, কাল ম্যাচের পিচ দেখেই তারা সিদ্ধান্ত নেবেন আবরার খেলবেন কিনা।
এক্ষেত্রে টাইগার ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ দাঁড় করাতে পারেন আবরার। ইতোমধ্যে ৬ টেস্ট খেলে ৩৮ উইকেট নিয়েছেন আবরার। ৩.৬৩ ইকোনমিতে ৩১ এর কিছু বেশি রান দিয়ে ১ টি করে উইকেট শিকার করেছেন এই পাক বোলার। তবে ২০২১ সালের পর থেকে ঘরের মাটিতে জয়হীন থাকা পাকিস্তানের বোলারদের দুর্দশাও স্পষ্ট। এ সময় নিয়মিত পেস সহায়ক পিচ বানিয়েও সফলতা পায়নি পাকিস্তান।
তাই সিরিজ জিততে হলে টাইগার ব্যাটারদের ধৈর্য্যশীল ব্যাটিং করার কোনো উপায়ান্তর নেই। তবে স্পিন সহায়ক পিচ হলে কালকের ম্যাচে একাদশে অন্তর্ভুক্তি ঘটতে পারে তাইজুল ইসলামের। স্কোয়াডে তাসকিন আহমেদও রয়েছেন। এখন দেখার বিষয়, কাল টাইগার একাদশে কোনো পরিবর্তন আনে কি না বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এমএস