Connect with us
ক্রিকেট

তাইজুলকে ওয়ানডেতে না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক

The chief selector explained the reason for not keeping Taijul in the ODI
তাইজুলকে ওয়ানডেতে না রাখার কারণ জানিয়েছেন লিপু। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেট দিয়ে ২০১৪ সালে বাংলাদেশের জার্সিতে তাইজুল ইসলামের অভিষেক হইয়েছিল। অভিষেকের পর থেকেই টেস্ট ক্রিকেট নিয়মিত এই স্পিনার। তবে টেস্ট ক্রিকেট বেশি খেলায় ‘টেস্টের ক্রিকেটার’ তকমা লেগে গেছে তার নামের পাশে। তাই ক্রিকেটের বাকী দুই ফরম্যাটে তাকে খুব একটা দেখা যায় না।

টেস্ট ক্রিকেটে অভিষেকের বছরেই ওয়ানডে অভিষেক হয় তাইজুলের। রবে এখন পর্যন্ত ৪৯টি টেস্ট খেললেও ওয়ানডে খেলেছেন কেবল ২০টি। এছাড়া টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ২ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এই স্পিনারের।

তবে আসন্ন আফগানিস্তান সিরিজের একাদশে সুযোগ না পাওয়ায় আলোচনায় তাইজুল। সিরিজের দল ঘোষণার পরই নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ইমোজি ব্যবহার করে এক রহস্যময় পোস্ট দিয়েছেন এই স্পিনার। অনেকেই ধারণা করছেন, ওয়ানডে দলে সুযোগ না পেয়েই এমন পোস্ট দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

» ‘শূন্য’ রানে আউটের নতুন রেকর্ড গড়ল ভারত

» নেতৃত্বে আসার ব্যাপারে যা ভাবছেন তাসকিন 

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এই সিরিজে দলে ছিলেন তাইজুল। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের সেরা বোলার ছিলেন তিনি। তবে এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে তাকে না রাখার বিষয়ে প্রশ্ন উঠেছে। তার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু।

সাকিব আল হাসান না থাকায় স্পিন বিভাগে তাইজুলের ওপর বাড়তি দায়িত্ব রয়েছে। তাই তাকে টেস্টে ঝুঁকিমুক্ত রাখতেই ওয়ানডেতে সুযোগ দেওয়া হচ্ছে না। এ নিয়ে গাজি আশরাফ বলেন, ‘সাকিব আর টেস্টে খেলছে না। এখন এই ফরম্যাটে তাইজুল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওয়ানডেতেও সে ভালো করতে পারে, কিন্তু টেস্টে সে বেশি জরুরি। তাই তাকে ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা করতে হবে।’

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট