কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ হারে ২০০৬ বিশ্বকাপ থেকে টানা পঞ্চমবারের মতো নকআউট পর্বে এসে ইউরোপিয়ান দলের সামনে ফের থমকে গেল সেলেসাওরা।
এদিকে সেই ম্যাচে নির্ধারিত সময়ে দুদলের কেউ গোলের দেখা না পেলে অতিরিক্ত সময়ে নেইমারের দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে ক্রোয়েট ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিকের দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে গতবারের ফাইনালিস্টরা। পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।
তবে ব্রাজিলের পোস্টার বয় নেইমার টাইব্রেকারে শটই নেননি। এর কারণ হিসেবে কোচ তিতে জানান, পাঁচ নম্বর শটের জন্যই নেইমারকে রাখা হয়েছিল।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতলো ব্রাজিল
কোচের দাবি, শেষ শটটি বেশি গুরুত্বপূর্ণ। সে সময় অনেক বেশি চাপ থাকে। সে চাপ নেইমার নিতে পারতো। তাই পঞ্চম শটের জন্যই তাকে রাখা হয়। পরবর্তী অবস্থা বিচারের বিষয়টি সবার কাঁধে ছেড়ে দিয়েছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১০ ডিসেম্বর২২/এসএ