Connect with us
ফুটবল

কোয়ার্টার ফাইনালে মেসির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন কোচ

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

আরো একটি শিরোপা জয়ের মিশনে কোপা আমেরিকা খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে আলবিসিলেস্তেরা। এদিকে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে চোটে পড়ছেন দলের সবথেকে বড় তারকা লিওনেল মেসি। তাই কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে তিনি খেলবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন স্কালোনি।

বর্তমানে ইকুয়েডর ম্যাচ সামনে রেখে হিউস্টনে ব্যস্ত সময় অনুশীলনে পার করেছে আর্জেন্টিনা। অনুশীলনে কোচের বাড়তি নজর লিওনেল মেসির ওপর। আগে থেকেই চোটে জর্জরিত মেসি ফের চোটের শিকার হয়েছেন কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে। মেসি আগের থেকে অনেকটা স্বস্তিতে থাকলেও তাকে খেলানোর ঝুঁকি নিয়ে চিন্তা করছেন স্কালোনি। গতকাল এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন এই কোচ।

মেসিকে পাওয়ার আশা জানিয়ে স্কালোনি বলেন, ‘আমরা ম্যাচের কয়েক ঘন্টা আগে পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে অপেক্ষা করবো। এটা সবসময়ই ভালো তাকে (মেসি) ম্যাচে পাওয়া। আমরা তাকে ম্যাচে পাওয়ার চেষ্টা চালাবো। তবে সে যদি প্রস্তুত না থাকে তাহলে দলের জন্য বিকল্প সেরা কিছু চিন্তা করতে হবে। আমি আজ তার সঙ্গে কথা বলব। তবে এখন সে নিজেকে সময় দিয়ে যতটা সম্ভব অনুশীলন করুক।’

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত মেসির জন্য অপেক্ষা করবেন কোচ লিওনেল স্ক্যালোনি। যদি শুরুর একাদশে মেসিকে না রাখা যায় তবে বেঞ্চ ফুটবলার হিসেবে তাকে মাঠে নামানোর পরিকল্পনা করছেন কোচ। এই তারকার জন্য পুরো পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে স্কালোনিকে। মেসি সাইড বেঞ্চে থাকলে দলকে নেতৃত্ব দেবেন ডি মারিয়া।

কোপা আমেরিকায় এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচের সবকটিতে জিতেছে লিওনেল মেসির দল। এতে করে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। যেখানে আগামীকাল সকাল ৭টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আলবিসিলেস্তেরা।

আরও পড়ুন: অলিম্পিকের জন্য শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল