Connect with us
ক্রিকেট

টেস্টে আরও একবার ইংল্যান্ডের রাজত্ব দেখলো ক্রিকেট বিশ্ব

England crickter
হ্যারি ব্রুক এবং জো রুট। ছবি: সংগৃহীত

মুলতান টেস্টে পাকিস্তানি বোলারদের রীতিমতো খেলা করেছেন ইংল্যান্ড ব্যাটাররা। জো রুট এবং হ্যারি ব্রুকের ৪৫৪ রানের অনবদ্য জুটিতে ৮৬ বছর পর ৮০০ রানের গন্ডি পেরোলে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৩৮ সালে ওভাল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৯০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। এরপর প্রায় ৮৬ বছর পর দলীয় সংগ্রহে এই প্রথম ন্যূনতম ৮০০ রান স্পর্শ করলো ইংল্যান্ড। মুলতান টেস্টে আজ চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা।

টেস্ট ক্রিকেট ইতিহাস এ পর্যন্ত স্কোর বোর্ডে ৮০০ রান যুক্ত হয়েছে ৪ বার। এর মধ্যে ইংল্যান্ড-ই করেছে ৩ বার। সর্বপ্রথম ১৯৩০ সালে নূন্যতম ৮০০ রান করেছিল ইংলিশরা। সে ম্যাচে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৮৪৯ রানে অলআউট হয়েছিল ফ্রেডি ক্যালথর্পের দল। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভাল টেস্টে নতুন ইতিহাস গড়ে ইংল্যান্ড। সে ম্যাচে প্রথমবারের মত দলীয় সংগ্রহ ৯০০ রানের গন্ডি অতিক্রম করেছিল ইংল্যান্ড।

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দল হিসাবেদলীয় সংগ্রহ ৯০০ রানের বেশি করার কীর্তি গড়ে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের ওই ইনিংসের ৫৯ বছর পর কলম্বো টেস্টে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। এটা টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর।

আরও পড়ুন: সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টাইগ্রেসরা

ক্রিফোস্পোর্টস/১০ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট