প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে টি-টোয়েন্টিতে ডাক পেয়েছিলেন কুমিল্লার হয়ে বিপিএল মাতানো স্পিনার আলিফ আল ইসলাম। তবে ইনজুরিতে পড়ে কপাল পুড়েছে তার। আসন্ন শ্রীলঙ্কান সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হচ্ছে না এই বিস্ময় স্পিনারের। তার কপাল পুড়লেও ভাগ্য খুলেছে কুমিল্লার আরেক ক্রিকেটারের।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আলিসের বদলি হিসেবে ডাক পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী। আজ (শনিবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জাকের। এর আগে গত বছর ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে ডাক পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে সেবার জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার।
সদ্য সমাপ্ত হওয়া বিপিএলে কুমিল্লার হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন জাকের। ১৪ ম্যাচে ১০ ইনিংসে ১৪১.১৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করেছেন এই ব্যাটার। এর মধ্যে ৮ ইনিংসেই তিনি অপরাজিত ছিলেন।
এদিকে, চোটের কারণে ছিটকে পড়া আলিসও এবারের বিপিএলে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন। ৮ ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেছেন আলিস। তার অফ স্পিনে অনেক বাঘা ব্যাটারদেরও হিমশিম খেতে দেখা গেছে। তবে ইনজুরির কারণে এবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হচ্ছেনা এই বিস্ময় স্পিনারের।
আরও পড়ুন: মাঠে নামার আগেই ছিটকে গেলেন এই বিস্ময় স্পিনার
ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এমটি