সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন টাইগার কাপ্তান। এবার তার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের জন্য শান্তর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দীপু। মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পান দীপু। ২০২৩ সালে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। তবে সেই সিরিজে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ। তবে পরবর্তী শ্রীলঙ্কা সিরিজের দলেও সুযোগ পান তিনি। সেখানে ব্যাট হাতে ব্যর্থ হন এই মিডল অর্ডার ব্যাটার।
আরও পড়ুন:
» পর্তুগালে ‘বিশেষ সম্মাননা পুরস্কার’ পেলেন রোনালদো
» মাঠের বাইরে থাকা সাকিব আরও একটি রেকর্ড হারালেন
শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন দীপু। তবে আট মাস পর শান্তর বিকল্প হিসেবে আবারও জাতীয় দলে ফিরছেন এই ব্যাটার।
আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৩০ নভেম্বর জ্যামাইকায় মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজে শান্তর অনুপস্থিতে টাইগারদের নেতৃত্বে দেখা যাবে সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/বিটি