Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ সেমিফাইনালে খেলা নিম্নমানের উইকেটের ব্যাখ্যা দিলেন কিউরেটর

সেমিফাইনালে আফগানদের উইকেট পতন। ছবি- ক্রিকইনফো

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চমক হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে এসেছিল আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল দক্ষিণ আফ্রিকা। দুই দলের জমজমাট একটি নকআউট ম্যাচ দেখার আশা করেছিল যারা, হয়েছে হতাশ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেদিন দেখা গেছে পুরোপুরি একপেশে ম্যাচ। যেখানে হেরে বাজে উইকেটকে দায় দিয়েছিলেন আফগান কোচ জোনাথন ট্রট।

সেমিফাইনালে সে ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ২৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। এরপর আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি রশিদ-নবীরা। সেই ম্যাচে মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় আফগানরা। ছোট লক্ষ তারা করতে নেমে ৯ ওভারেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এদিন শুরু থেকেই দেখা যায় উইকেটে অস্বাভাবিক ধরনের সুইং ও বাউন্স।

এবার সেমিফাইনাল ম্যাচের সেই উইকেট নিয়ে মুখ খুলেছেন স্বয়ং মাঠের কিউরেটর। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এই বিষয়ে কথা বলেন ত্রিনিদাদ স্টেডিয়ামের প্রধান কিউরেটর কেন্ট ক্রাউফটন। তিনি জানিয়েছেন উইকেটে নিজেদের সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথা। বিশ্বকাপে উইকেটের অস্বাভাবিকতার কারণও বলেছেন তিনি।

সেমিফাইনালের সেই ম্যাচে নিজেদের উইকেট তৈরির আগে সঠিক পরিকল্পনা নিতে না পারার কথা জানান ক্রাউফটন, ‘ আমাদের লক্ষ্য ছিল ভালো উইকেট প্রস্তুত করা, যেখানে বোলারদের জন্য কিছু থাকবে। প্রথম সেমিফাইনাল খুবই একপেশে ছিল। পরিকল্পনার বিষয়টি আমাদের সঠিকভাবে শেষ করা হয়নি। পিচে অনেক ফাটল ধরে যায়।  যার কারণে উইকেটে পেস, বাউন্স ও মুভমেন্টে বাজে হয়ে গিয়েছিল।’

শুধু সেমিফাইনাল ম্যাচে নিম্নমানের উইকেটের সম্মুখীন হয়েছে বিশ্বকাপ তেমনটা নয়। গোটা টুর্নামেন্ট জুড়েই একাধিক ভেন্যুতে এমন অস্বাভাবিক উইকেট লক্ষ্য করা যায়। নিজের ত্রিনিদাদের উইকেট ছাড়াও টুর্নামেন্টের অন্যান্য উইকেট নিয়েও কথা বলেছেন ক্রাউফটন। সবকিছুর জন্য ব্রায়ান লারা স্টেডিয়ামের কিউরেটর দায় দিলেন আবহাওয়াকে। 

বিশ্বকাপের উইকেট নিয়ে এই কিউরেটর বলেন, ‘অনেক গুলো কারণই ছিল (পিচ বাজে হওয়ার)। প্রথমত এপ্রিলে আমাদের এখানে অদ্ভুত আবহাওয়া থাকে। মার্চেও কিছু কিছু সময় আমাদের অনেক দ্বীপে এমন আবহাওয়া হয়। খুব শুষ্ক আর গরম। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি সবাই সেসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছিলাম।’

আরও পড়ুন: কোন আইনের মারপ্যাচে ইউরোতে গোটা ম্যাচ খেলতে পারছেন না ইয়ামাল?

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট