আজ থেকে শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টানা তৃতীয়বারের মতো আঞ্চলিক এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে নেপালের মাটিতে। যেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে ৭ দেশ। যেখানে নেপালের কাঠমান্ডুতে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫ টা ৪৫ মিনিটে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে উদ্বোধন হবে সাফের।
এরই মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের জন্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী দল। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেপালে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ মিশন। এদিকে নিজেদের হারানো শিরোপা ফিরে পেতে চাইবে ভারত।
টুর্নামেন্টে এর আগে আগে খেলা হয়েছে ছয় মৌসুম। যার মধ্যে প্রথম পাঁচবারই শিরোপা ঘরে তুলেছিল ভারত। যেখানে চারবার নেপালকে এবং একবার বাংলাদেশকে তারা হারিয়েছিল ফাইনালে। তবে গেল ২০২২ সালের আসরে প্রথমবারের মতো স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের শিরোপা জয় করে বাংলাদেশ।
এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। যেখানে বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে ভারত ও পাকিস্তান। আর অপর গ্রুপে একসঙ্গে আছে মালদ্বীপ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে সেমিফাইনালে। যেখান থেকে জয়ী দুদল খেলবে ফাইনাল।
আরও পড়ুন:
» সাকিবের আজ দেশে ফেরার কথা, তবে দেখা দিয়েছে জটিলতা
» যে লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ
সাফের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তানের সঙ্গে। যেখানে নিজেদের প্রতিটি ম্যাচ মাঠে গড়াবে বিকেল ৫ টা ৪৫ মিনিটে। প্রথম ম্যাচে আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচে ২৩ অক্টোবর বুধবার ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সাফের জন্য ঘোষণা করা বাংলাদেশ দল:
গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার ও ইয়ারজান বেগম।
ডিফেন্ডার: মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন নীলা, ও শিউলি আজিম।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, ঋতুপর্না চাকমা, আইরিন খাতুন, মাতসুশিমা সুমাইয়া ও শাহেদা আক্তার রিপা।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, সানজিদা আক্তার, সাগরিকা ও কৃষ্ণা রানী সরকার।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/এফএএস