Connect with us
অলিম্পিক গেমস

রাতে পর্দা নামবে ৩৩ তম প্যারিস অলিম্পিকের

Olympics 2024
আজ রাতে প্যারিস অলিম্পিকের পর্দা নামছে। ছবি - সংগৃহীত

আজ বাংলাদেশ সময় রাত ১ টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে পরিচিত অলিম্পিক গেমসের। এবারের আসরটি ছিল অলিম্পিক ইতিহাসের ৩৩ তম। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে স্বর্ণপদকের লড়াই হয়েছে মোট ৩২ টি খেলার ৩২৯ ইভেন্টে। ৩৪ তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

টানা তিন সপ্তাহ ধরে চলমান এই ক্রীড়াযজ্ঞে এত দিন পুরো ক্রীড়া দুনিয়া বুদ হয়ে ছিল। আজ শেষ দিনে ১৩ টি স্বর্ণ পদকের লড়াইয়ের মধ্য দিয়ে অবশেষে পর্দা নামতে যাচ্ছে প্যারিস অলিম্পিকের। আসরটির উদ্বোধনী অনুষ্ঠান প্যারিসের বিখ্যাত সিন নদীর তীরে অনুষ্ঠিত হলেও সমাপনী অনুষ্ঠান হবে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম ‘স্তাদে দি ফ্রান্স’ এ। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার ভেন্যুটি দেশটির সবচেয়ে বড় স্টেডিয়ামও বটে।

আরো পড়ুন : পাকিস্তান সিরিজের দল ঘোষণা, সাকিবসহ আছেন যারা

দর্শকে পরিপূর্ণ এই স্টেডিয়ামে আজ (১১ আগস্ট) রাতের অনুষ্ঠানে স্বাগতিক শহর হিসেবে প্যারিসের সফলতা তুলে ধরা হবে। এছাড়াও আসরে বিজয়ী অ্যাথলেটদের অর্জনগুলোও উদযাপিত হবে সেখানে। পাশাপাশি সমাপনীতে প্যারিস অলিম্পিকের মশাল নিভিয়ে দিয়ে লস অ্যাঞ্জেলের মেয়রের হাতে অলিম্পিকের পতাকা হস্তান্তর করা হবে। কারণ পরবর্তী ২০২৮ সালের অলিম্পিক গেমসের আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

আজকের সমাপনী অনুষ্ঠানে নানা ইভেন্টের আয়োজন করা হয়েছে। বেশ কিছু ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিলেও কিছু ইভেন্ট গোপন রেখেছে আয়োজকেরা। তবে একটি বিষয়ে নিশ্চিত, সমাপনিতে দেখানো আর্টিস্টিক পারফরম্যান্সে বর্তমান ও ভবিষ্যত আয়োজক শহরগুলোর (প্যারিস ও লস অ্যাঞ্জেলেস) ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে।

উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠানটিকে আরও রাঙিয়ে তুলতে পারফর্মার হিসেবে থাকছেন হলিউড তারকা টম ক্রুজ ও বিখ্যাত সংগীত তারকা বিলি এলিস। ধারণা করা হচ্ছে, টম ক্রুজ আজ রাতে তার অসাধারণ সব স্টান্ট প্রদর্শন করবেন।

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অলিম্পিক গেমস