Connect with us
ক্রিকেট

আইপিএলে মুস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচ যেদিন

Mustafizur Rahman and Chennai Super kings
মুস্তাফিজুর রহমান ও চেন্নাই সুপার কিংস। ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নিঃসন্দেহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। অর্থের ঝঞ্জনানিতে যেমন সয়লাব থাকে এই টুর্নামেন্ট, বিভিন্ন দেশের নামিদামি ক্রিকেটারদের আগমনেও ক্রিকেট প্রেমীদের কাছে বাড়ে এর আগ্রহ। বাংলাদেশি ফ্যানদের দৃষ্টি ধরে রাখতে এবারও আইপিএলে খেলছেন টাইগারদের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান।

গেল আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। তবে আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দিয়েছিল দলটি। নতুন করে নিলামে নাম দিলে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। এদিকে আসন্ন আইপিএল শুরু হবে ২২ মার্চ। তবে ভারতের লোকসভা নির্বাচনের কারণে ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের প্রথম অংশের সূচি প্রকাশ করা হয়েছে।

আইপিএলের এই সূচি অনুযায়ী এই ১৭ দিনে চারটি ম্যাচ খেলবে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। গেল বার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই আসরের উদ্বোধনী ম্যাচেই চিপক স্টেডিয়ামে মাঠে নামবে ফিজের দল। প্রথম ম্যাচে শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই।

পরবর্তী ম্যাচে ২৬ মার্চ ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে রাত ৮ টায় খেলবে চেন্নাই সুপার কিংস। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে ৩১ মার্চ মুস্তাফিজের দল খেলবে তার পুরনো ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এখন পর্যন্ত প্রকাশিত সূচিতে তাদের আরেক ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দরাবাদের বিপক্ষে ৫ এপ্রিল রাত ৮ টায় প্রতিপক্ষের মাঠে।

এক নজরে চেন্নাইয়ের ম্যাচ:

তারিখ প্রতিপক্ষভেন্যুসময়
২২ মার্চব্যাঙ্গালোর চেন্নাইরাত সাড়ে ৮টা
২৬ মার্চগুজরাটচেন্নাইরাত ৮টা
৩১ মার্চদিল্লিদিল্লিরাত ৮টা
৫ এপ্রিলহায়দরাবাদহায়দরাবাদরাত ৮টা

 

আরও পড়ুন: আসন্ন আইপিএলে থাকছেন না গেল বারের সর্বোচ্চ উইকেট শিকারি

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট