বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন গার্মেন্টসকর্মী হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবসহ বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার প্রেক্ষিতে সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
এবার সেই লিগ্যাল নোটিশের কড়া জবাব দিয়েছে বিসিবি। সাকিবের নামে তোলা অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছে বিসিবি। যেহেতু সাকিব বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, তাই বোর্ড থেকে আইনি সহায়তাও পাবেন তিনি।
আজ (মঙ্গলবার) দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সাকিবকে নিয়ে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা এখনো প্রমাণিত নয়। তাকে নিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, বোর্ড থেকে তার জবাব দিয়ে আমরা। সে বোর্ডের চুক্তিভিত্তিক ক্রিকেটার। তাই আমরা বোর্ড থেকে তাকে আইনি সহায়তা দিয়ে যাবো। তার নামে তোলা অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত খেলতে কোনো অসুবিধা নেই।
আরও পড়ুন:
» আইসিসির নতুন চেয়ারম্যান ভারতের জয় শাহ
» সাকিবের মামলার প্রশ্ন গেল জাতিসংঘে, যে উত্তর এলো
পাকিস্তান সফর শেষে আগামী মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজেও পাওয়া যাবে সাকিবকে। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, সাকিব ফিট থাকলে এবং দলে সুযোগ পেলে ভারতের বিপক্ষে খেলতে পারবে।
এছাড়া পাকিস্তান সিরিজ শেষে কাউন্টি খেলতে সাকিবের ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। সেখানে সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলতে পারেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/বিটি