সময়ের সাথে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সাথে কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের চির ধরতে শুরু করেছে। আগামী মৌসুমের জন্য এমবাপ্পের সাথে চুক্তি নবায়ন করতে চায় ক্লাবটি। তবে ক্লাবের প্রস্তাবে রাজি না হওয়ার দুপক্ষের মধ্যে সম্পর্কে আরও খারাপের দিকে যাচ্ছে।
গত জুন মাসে একটি চিঠির মাধ্যমে পিএসজিতে না থাকার বিষয়টি জানিয়েছিলেন এমবাপ্পে। আর এতেই যেন নড়েচড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ।
পরে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন এমবাপ্পে। যা চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, পিএসজি বিভেদ সৃষ্টিকারী ক্লাব। এখানে খেলে তার তেমন লাভ হচ্ছে না। যেকারণে জাতীয় দলে তিনি যেমন ধীরে ধীরে বেড়ে উঠেছেন, পিএসজিতে তেমনটি হয়নি।
এমবাপ্পে বলেন, আমি এখনো তরুণ এবং আমারো অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আমিও মেসি-রোনালদো যা করেছেন, অন্য কিংবদন্তিরা যা করেছেন সেটাকে একসময় স্বাভাবিক হিসেবে দেখেছি। এটা ভোক্তা সমাজ। এখানে ‘ভালো হচ্ছে, তবে আরো ভালো করতে হবে।’ এমনটা বলা হয়।
পিএসজিতে খেলার কারণে অনেক ‘গালগল্প’ ছড়ায় উল্লেখ করে এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি, পিএসজিতে খেলে আমার তেমন একটা লাভ হচ্ছে না। কারণ এটা বিভেদ সৃষ্টিকারী দল, বিভেদ সৃষ্টিকারী ক্লাব।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে বেনজেমার শূন্যস্থান পূরণ করতে চলেছেন এমবাপ্পে
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৩/এমএ