Connect with us
ক্রিকেট

নাটকীয়তার অবসান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত

ICC Champions Trophy 2025
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে সমঝোতায় এসেছে ভারত-পাকিস্তান। ছবি- সংগৃহীত

নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল এবং পাকিস্তানের জুড়ে দেয়া শর্তকে প্রাধান্য দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ২০২৪-২৭ চক্রের আইসিসি ইভেন্টের ম্যাচগুলো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়। যা নিয়ে অনেকদিন ধরেই চলছল নাটকীয়তা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য হাইব্রিড মডেলের প্রস্তাব দেয়। তবে এই প্রস্তাবে রাজি ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে অনেকদিন ধরেই এ নিয়ে চলছিল বেশ নাটকীয়তা চলছিল।

তবে ভারত তাদের সিদ্ধান্তে অটল ছিল। তাই পাকিস্তান নতুন করে কয়েকটি শর্ত জুড়ে দেয়। পাকিস্তানের শর্ত অনুযায়ী ভারত যদি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলে তাহলে পাকিস্তানও পরবর্তী আইসিসি ইভেন্টে হাইব্রিড মডেলে অংশ নেবে। অর্থাৎ পাকিস্তানের মাটিতে ভারত খেলবে না এবং ভারতের মাটিতে পাকিস্তান খেলবে না। সেক্ষেত্রে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

আরও পড়ুন:

» লিটনের অধিনায়কত্বের প্রশংসা করলেন প্রধান কোচ সিমন্স

» আর্জেন্টিনাকে আরেকবার বিশ্বকাপ জেতাতে চান মার্তিনেজ

এর জন্য ২০২৪-২৭ চক্রের আইসিসি ইভেন্টগুলো হাইব্রিড মডেলে খেলার সমঝোতায় এসেছে দুই দেশ। আইসিসি বোর্ডের ভোটে গৃহীত এই চুক্তি অনুযায়ী, ২০২৪-২৭ চক্রে পাকিস্তানে আয়োজিত কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। একইভাবে, ভারতে আয়োজিত কোনো টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে হবে। গ্রুপ ম্যাচ থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনাল সব ম্যাচের ক্ষেত্রেই এই চুক্তি প্রযোজ্য হবে।

এই চুক্তি শুরু হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। এরপর ২০২৫ সালের ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া ২০২৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্ষেত্রেও নিরপেক্ষ ভেন্যু নীতি কার্যকর থাকতে পারে।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণ আয়োজক হিসেবেই থাকবে পাকিস্তান। আর ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কার থাকার সম্ভাবনাই বেশি। খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। আসন্ন এই টুর্নামেন্টের ভেন্যু নির্ধারিত হলেই পূর্ণাঙ্গ ম্যাচ সূচি প্রকাশ করবে আইসিসি।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট