সম্প্রতি কৃষ্ণাঙ্গ সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় দলের ফুটবলারদের শেকড় খুঁজে বের করার কার্যক্রম শুরু করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অর্থাৎ কার কোন বংশ, এবং তাদের পূর্বপুরুষরা কোথায় ছিলেন– তাই খুঁজে বের করার কার্যক্রমের ছিল এটি। যেখানে উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য।
গত বুধবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর উরুগুয়ে। ম্যাচের ঠিক আগ মুহূর্তে শুরু হয় ‘গোল্ডেন রুটস’ নামক এই শেকড় খুঁজে বের করার কার্যক্রম। যেখানে ফুটবলারদের ডিএনএ টেস্টের মাধ্যমে পূর্বপুরুষদের মূল খুঁজে বের করা হয়। যে কাজে ফুটবল ফেডারেশনকে সহায়তা করে এক বংশগতি অনুসন্ধানী প্রতিষ্ঠান।
এই কার্যক্রমে ডিএনএর ফলাফল অনুযায়ী জানা যায় ব্রাজিল দলের বর্তমান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পূর্বপুরুষ এই দেশের নয়। তারা এসেছিলেন ক্যামেরুন থেকে। বিষয়টি নিশ্চিত করা হয় বাছাই পর্বের ম্যাচ শুরুর আগেই। এরপর ভিনিসিয়ুসের হাতে তাদের রুট-সনদ তুলে দেওয়া হয়। যা দেখা যায় স্টেডিয়ামের বড় স্ক্রিনে।
এদিন মাঠে উপস্থিত ছিলেন ভিনিসিয়ুসের বাবা ভিনিসিয়ুস হোসে পাইহাও দে অলিভেইরা। নিজেদের আদি পুরুষদের অবস্থান সম্পর্কে জানতে পেরে বেশ রোমাঞ্চিত অনুভব করেন তিনি। ভিনিসিয়ুস ছাড়াও গোল্ডেন রুটস এই কার্যক্রমে ডিএনএ টেস্ট করা হয় একাধিক ফুটবলারের।
আরও পড়ুন:
» প্রথম ম্যাচে হারের পরেও প্রশংসায় ভাসছেন সাকিব
» ভারতে যাচ্ছেন মেসি, বাংলাদেশে কি আসবেন?
ভিনিসিয়ুসের বাবা বলেন, ‘আমি জানতাম না আমরা কোথা থেকে এসেছি। এখন জানতে পারলাম। আমরা কোথা থেকে এসেছি তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল । অনেক ব্রাজিলিয়ানই আসলে জানে না তাদের পূর্বপুরুষ কোথায়, আমরা কোথা থেকে চলে এসেছি। আমরা ক্যামেরুন থেকে এসেছি জানতে পেরে খুশি।’
এর আগে বিভিন্ন সময় নিজের গায়ের রংয়ের কারনে বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিল জাতীয় দলের অন্যতম সেরা এই ফুটবলার। বিভিন্ন সময়ে তার পূর্বপুরুষদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠলেও এবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল। এই কার্যক্রমের পর উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এফএএস