Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি ফাঁস করেছে ইংলিশ গণমাধ্যম

ICC champions trophy
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি- সংগৃহীত

ক্রিকেটে এখন আইসিসি ইভেন্টের ছড়াছড়ি। সদ্য শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবার আইসিসির পরবর্তী বিগ ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ইতোমধ্যেই নিজেদের খেলার যোগ্যতা অর্জন করে রেখেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান অথবা আইসিসি এখনো প্রকাশ করেনি এই বৈশ্বিক টুর্নামেন্টের সূচি। তবে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ হাজির হয়েছে টুর্নামেন্টের সূচি নিয়ে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে পাকিস্তান এরই মধ্যে টুর্নামেন্টের খসড়া সূচি পাঠিয়েছে আইসিসির কাছে। অবশ্য বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে এখনও কাটেনি সকল জটিলতা। ভারত ইতোমধ্যে পাকিস্তান খেলতে যাওয়া নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের গুঞ্জন শোনা গেলেও পাকিস্তান জানিয়ে দিয়েছে, এশিয়া কাপে ছাড় দিলেও এবার একাই আয়োজন করতে চায় এই আসর।

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে ৯ মার্চ পর্যন্ত। ৮ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তানসহ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দল গুলো। যেখানে টাইগারদের গ্রুপ প্রতিদ্বন্ধী হবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পরের দিনই মাঠে গড়াবে বাংলাদেশের ম্যাচ। যেখানে লাহোরে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও ২৭ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফাইনাল ম্যাচসহ সর্বোচ্চ সাতটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। অবশ্য এই সূচি প্রকাশের ক্ষেত্রে কোন প্রকার সূত্র প্রকাশ করেনি গণমাধ্যমটি।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়সূচি:

তারিখ  ম্যাচ  ভেন্যু
১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান করাচি
২০ ফেব্রুয়ারি  বাংলাদেশ বনাম ভারত  লাহোর
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম ভারত লাহোর
২৪ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ  রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর
২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  লাহোর
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডি
১ মার্চ পাকিস্তান বনাম ভারত লাহোর
২ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড রাওয়ালপিন্ডি
৫ মার্চ প্রথম সেমিফাইনাল করাচি
৬ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল রাওয়ালপিন্ডি
৯ মার্চ  ফাইনাল লাহোর

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেও রান পেয়েছেন সাকিব, তবে হেরেছে তার দল

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট