Connect with us
ক্রিকেট

চেন্নাই দলে মুস্তাফিজের বদলে সুযোগ পেলেন ইংলিশ পেসার

মুস্তাফিজের বদলে সুযোগ পেয়েছেন ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে বল হাতে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এ পর্যন্ত ধোনিদের হয়ে পাঁচ ম্যাচে টাইগার পেসারের শিকার ১০ উইকেট। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে ছাড়পত্রের (এনওসি) মেয়াদ ঘনিয়ে আসায় আর বেশি দিন সেখানে খেলা হচ্ছে না কাটার মাস্টারের।

চেন্নাই সুপার কিংসের হয়ে আর সর্বোচ্চ ৪ ম্যাচে খেলতে পারবেন ‘দ্য ফিজ’। এরপরই দেশে ফিরে আসতে হবে তাকে। তার ছাড়পত্রের মেয়াদ বাড়ানোর কোনো সম্ভাবনাও নেই, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন। আর তাই ফিজের শূণ্যস্থান পূরণ করতে আসরের বাকি ম্যাচগুলোর জন্য ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে চেন্নাই।

এখন পর্যন্ত ১০ উইকেট শিকার করে সিএসকের সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার পেসার। অপরদিকে তার বিকল্প হিসেবে দলে আসা গ্লিসনের এটাই প্রথম আইপিএল মৌসুম হতে যাচ্ছে। ৩৬ বছর বয়সী এই ইংলিশ পেসার ২০২২ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিষিক্ত হলেও ওয়ানডে ও টেস্ট দলে এখনো সুযোগ পাননি। ইংলিশদের হয়ে এ পর্যন্ত ৬ টি-টোয়েন্টিতে গ্লিসনের শিকার ৯ উইকেট।

বিসিবির থেকে ফিজের এনওসির মেয়াদ আর না বাড়ানোয় তাই আইপিএলের মাঝপথ থেকেই মুস্তাফিজের এবারের মৌসুম শেষ করতে হবে। বিসিবি মূলত বিশ্বকাপের আগে ফিট মুস্তাফিজকে দলে পেতে চায়। তাই তারা কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয়। এবার দেখার বিষয়, কাটার মাস্টারের বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া রিচার্ড গ্লিসন কতটুকু তার অভাব পূরণ করতে পারেন।

আরও পড়ুন: বিশ্বকাপে কোহলি ওপেনার হলে জায়গা হারাবেন কে? 

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট