Connect with us
ক্রিকেট

যে সমীকরণে এখনও সেমিফাইনালে উঠতে পারে আফগানিস্তান

The equation in which Afghanistan can still reach the semi-finals
এখনও সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে আফগানিস্তানের। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেরসিক বৃষ্টির কারণে ভেস্তে গেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচটি। এর ফলে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। একইসঙ্গে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেছে আফগানিস্তান। তবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত না হওয়ায় এখনও দলটির সেমিফাইনাল খেলার ক্ষীণ আশা বেঁচে আছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহ অতলের ৮৫, আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬৭ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৭৩ রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে খেলতে নেমে বৃষ্টি বাগড়া দেওয়ার আগ পর্যন্ত ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দলের পক্ষে ৪০ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন ট্রাভিস হেড।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। এতে বি গ্রুপে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ও তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট সমান ৩। তবে নেট রানরেটে আফগানদের চেয়ে প্রোটিয়ারা এগিয়ে থাকায় একধাপ উপরে অবস্থান করছে। হাশমতউল্লাহদের নেট রান রেট -০.৯৯০, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +২.১৪০।


আরও পড়ুন:

» বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, সেমিতে খেলা হলো না আফগানদের

» লিজেন্ডস লিগে তামিম-আশরাফুলদের বিপক্ষে খেলবেন সাকিব


আফগানিস্তানের সেমিফাইনালে খেলার জন্য তাকিয়ে থাকতে আগামীকালের ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। আফগানদের নেট রান রেট দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক কম থাকায় এ ম্যাচে ইংল্যান্ডকে শুধু জয় পেলেই হবে না, অনেক বড় ব্যবধানে জয় পেতে হবে।

আফগানিস্তানের সেমিফাইনাল খেলার সমীকরণ:

ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে টার্গেট দেয়, তখন ২০৭ রানের বড় ব্যবধানে জিততে হবে। আর দক্ষিণ আফ্রিকা যদি আগে ব্যাট করে ৩০০ রান তুলে, সেই লক্ষ্য ইংল্যান্ড ১১.১ ওভারে তাড়া করে জিততে হবে। অর্থাৎ আগামীকালের ম্যাচে চমকপ্রদ কিছু ঘটলেই সেমিফাইনালে উঠতে পারবে আফগানিস্তান।

আগামীকাল বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। করাচি জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট