সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সোমবার (২৪ জুন) অস্ট্রেলিয়াকে ২৪ রানে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এই জয়ে গ্রুপ-১ এ ৩ জয়ে শীর্ষস্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এর ফলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্নও এখনো বেচে আছে।
গ্রুপ-১ থেকে ১টি করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তবে নেট রান রেটে আফগানদের চেয়ে এগিয়ে অজিরা। মিচেল মার্শদের নেট রানরেট -০.৩৩১। অন্যদিকে রশিদ খানদের নেট রানরেট -০.৬৫০। আর সুপার এইটে এখন পর্যন্ত কোনো জয় না পাওয়া বাংলাদেশ নেট রানরেটে এই দুই দলের চেয়ে অনেক পিছিয়ে। দলটির নেট রানরেট -২.৪৮৯। তাই বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
সেমিতে যেতে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি বিভিন্ন সমীকরণ মেলাতে হবে টাইগারদের। এক্ষেত্রে বাংলাদেশ প্রথমে ব্যাট করলে আফগানিস্তানকে কমপক্ষে ৬২ রানে হারাতে হবে। আর পরে ব্যাট করলে ১৩ ওভারে টার্গেট তাড়া করে জিততে হবে। অন্যথায় সেমিতে উঠবে অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশকে হারালে বা ড্র করলেই সেমিফাইনালে উঠবে।
আরও পড়ুন:
» ভারতের জয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকে রইল বাংলাদেশের
» টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ের নতুন রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা
» কোপা আমেরিকায় ব্রাজিল ম্যাচসহ আজকের খেলা (২৮ জুন ২৪)
» সুপার এইটে বাংলাদেশ ম্যাচসহ আজকের খেলা (২৪ জুন ২৪)
» শান্তর সিদ্ধান্ত আদর্শ ছিল না, মনে করেন সাকিব
» ভারতের কাছে পরাজয়ের পর যা বললেন শান্ত
সেমিফাইনাল নিশ্চিতে শেষ ম্যাচে বাংলাদেশের সমীকরণ সহজ নয়। তবে তা অসম্ভব কিছুও নয়। নিজেদের সেরাটা দিতে পারলে সেমির স্বপ্ন পূরণে সফল হতে পারে টাইগাররা।
আগামীকাল (মঙ্গলবার) সেন্ট ভিনসেন্টের অ্যার্নস ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন :
সুপার এইটের দুই ম্যাচসহ আজকের খেলা (২৩ জুন ২৪)
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : বিদায় ঘণ্টা বাজল বাংলাদেশের
আনলাকি ইমন, সৌম্য ফেরায় কোনো ম্যাচ না খেলেই বাদ!
বিশ্বকাপে বাংলাদেশের সামনে নতুন প্রতিপক্ষ
টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে যা বললেন হৃদয়
ডর্টমুন্ড কি পারবে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে?
এবার জালে ৪ গোল, ১৩ বার হেরে কী বললেন ম্যানইউ কোচ?
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/বিটি