Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

The equation for Bangladesh to reach the Champions Trophy semi-finals
ভারতের কাছে হেরে সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে গেছে বাংলাদেশ।। ছবি- সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। রোহিত শর্মাদের কাছে ৬ উইকেটে হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। এই হারে সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে গেছে ফিল সিমন্সের শিষ্যরা। তবে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। সেখানে ফলাফল নিজেদের পক্ষে আসলে সেমিফাইনালে টিকিট কাটা সম্ভব।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে নিউজিল্যান্ড জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে এবং ভারত জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। নেট রানরেটে এগিয়ে থাকায় ২ পয়েন্ট নিয়ে শীর্ষে কিউইরা এবং তাদের নিচেই ভারত। অন্যদিকে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের ঋণাত্মক নেট রানরেট বেশি হওয়ায় তিনে বাংলাদেশ এবং চারে পাকিস্তান।

বাংলাদেশের বাকি দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। সেমিফাইনাল নিশ্চিতের জন্য এই দুই ম্যাচেই জয় পেতে হবে টাইগারদের। সেক্ষেত্রে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে ভারতের কাছে হারতে হবে। যদি নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে জিতে যায় তাহলে দুই জয়ের পাশাপাশি নেট রান রেটের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের।

আরও পড়ুন:

» বাংলাদেশকে নিয়ে কটাক্ষ, রীতিমত অপমান করলেন শেবাগ

» মাঠে নামার আগে চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিল আফগানিস্তান 

এক জয় নিয়েও সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে সমীকরণ হবে আরও কঠিন। যদি একমাত্র জয়টি পাকিস্তানে বিপক্ষে আসে, সেক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এই দুটো ম্যাচেই ভারতকে জয় পেতে হবে।

পাকিস্তানের কাছে ভারত হেরে গেলে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তবে ভারত যদি দুটো ম্যাচেই হেরে যায়, সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি সমীকরণ মেলাতে হবে টাইগারদের।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দুটো পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট