আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকা ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ভোর ৬টায়। তবে উচ্ছৃঙ্খল কলম্পিয়ান ভক্তদের তোপের মুখে দুই দফায় পিছিয়ে আসে ফাইনাল ম্যাচ। এতে করে কোপার শিরোপা নির্ধারণী এই চূড়ান্ত ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশি সময় সকাল ৭ টা ২০ মিনিটে।
মূলত আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই ফাইনাল ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই কারো। তাই নির্ধারিত সময়ে স্টেডিয়ামের মূল ফটক খুলে দেওয়া হলেও ভেতরে প্রবেশের চেষ্টা করেন টিকিট না পাওয়া অসংখ্য দর্শক। আর কলম্বিয়ান অধ্যুষিত এই অঞ্চলের সেই সকল দর্শকদের চাপে বেশ বেগ পেতে হয়েছে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের।
ফাইনাল ম্যাচ কেন্দ্র করে বাড়তি সতর্কতা নিলেও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল। মাঠের মধ্যে অসংখ্য টিকিট বিহীন দর্শক ঢুকে পড়লে সৃষ্টি হয় জটিল পরিস্থিতির। এরপর চরম বিপাকে পড়ে স্টেডিয়ামের ফটক বন্ধ করে দিতে বাধ্য হয় নিরাপত্তা কর্মীরা। অবশেষে সেই বিশৃঙ্খলা অনেকটাই কমিয়ে এনে ফাইনাল ম্যাচ শুরু হয়েছে লম্বা সময় পর।
ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে দল সাজিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলার অপেক্ষায় থাকা ডি মারিয়াকে সঙ্গে নিয়েই শুরুর একাদশ সাজিয়েছেন তিনি। এদিকে আক্রমণভাগে মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজের ওপরেই স্কালোনি রাখছেন ভরসা। গোলপোস্টের নিচে এই ম্যাচেও দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বস্ত গ্লাভস এমি মার্টিনেজকে।
আর্জেন্টিনা ও কলম্বিয়ার শুরুর একাদশ:
আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।
কলম্বিয়া একাদশ : ক্যামিলো ভার্গাস, জোহান মোজিকা, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, সান্তিয়াগো আরিয়াস, রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস, লুইজ দিয়াজ, হামেস রদ্রিগেজ এবং জন কর্ডোবা।
আরও পড়ুন:
ইউরো কাপ : ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ বারের মত শিরোপা জিতলো স্পেন
মেসির কান্নার ভাইরাল দৃশ্য নিয়ে যা বললেন কোচ স্কালোনি
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৪/এফএএস