Connect with us
ক্রিকেট

নতুন সভাপতির নেতৃত্বে প্রথম বোর্ড সভা, আসতে পারে যেসব সিদ্ধান্ত

বিসিবি প্রধান ফারুক। ছবি- সংগৃহীত

ছাত্র জনতার গণজাগরণে সরকার পতনের পর দেশের প্রায় সকল সেক্টরের মত পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। যেখানে দীর্ঘদিন পর বিসিবি সভাপতির পদে এসেছে বদল। সাবেক বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। এবার তার নেতৃত্বে প্রথম বোর্ড সভা করবে বিসিবি।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুরে বিসিবি কার্যালয়ে সভা শুরু হবে বিকেল তিনটায়। ধারণা করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ। এমনকি সরকার পতনের পর আত্মগোপনে থাকা নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিকসহ অনেক বোর্ড পরিচালক এদিন পদত্যাগ করতে পারেন।

এছাড়া পরিচালকদের মধ্যে বিভিন্ন কমিটির দায়িত্ব বন্টন করা হতে পারে আজ। পূর্বাচলে নির্মাণ কাজ চলা শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়েও আলোচনা হবে সভায়। এদিকে মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল ও হাইপারফম্যান্স বিভাগের ক্যাম্প নিয়েও আলোচনা হতে পারে সভায়।

এদিকে জানা গেছে পরিচালক সংকটের কারণে একাধিক কমিটির দায়িত্ব পেতে পারেন অনেকে। এছাড়া শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণকাজের জন্য পাপনের বোর্ডের আহ্বান করা দরপত্র গ্রহণের শেষ দিন আগামীকাল। তবে শোনা যাচ্ছে, আজকের সভায় বাতিল হয়ে যেতে পারে দরপত্র গ্রহণের পুরো প্রক্রিয়া।

আলোচনা হতে পারে জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যত নিয়েও। গুঞ্জন আছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হতে পারেন ফাহিম সিনহা। ক্রিকেট অপারেশন্স আর গেম ডেভেলপমেন্টের পদ পেতে পারেন নতুন পরিচাল নাজমুল আবেদীন ফাহিম। সাকিবের মামলার বিষয়েও হতে পারে আলোচনা।

এর আগে সভাপতি বদলের পূর্বে সবশেষ ২ জুলাই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বোর্ড পরিচালকদের সভা। তবে সরকার পতনের পর গেল ২১ আগস্টের জরুরি সভায় উপস্থিত ছিলেন না শেখ সোহেল, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবায়েদ নিজাম, ইসমাঈল হায়দার মল্লিক, আ জ ম নাসিরসহ আরও অনেকে।

আরও পড়ুন: সাকিবকে গ্রেপ্তারের পক্ষে নন নিপীড়িত ফুটবলার আমিনুল

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট